ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সফর বয়কটের হুমকি অজিদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, জুলাই ২, ২০১৭
বাংলাদেশ সফর বয়কটের হুমকি অজিদের ছবি:সংগৃহীত

ক্রিকেট অস্ট্রেলিয়া ও দেশটির ক্রিকেটারদের মধ্যে বেশ কিছু দিন ধরেই চলছে টানাপোড়ন। এর ফলে দু’পক্ষের মাঝে দ্বন্দ্ব বেড়েই চলছে। যার মূল কারণ ক্রিকেটারদের সঠিক পাওনা বুঝিয়ে না দেওয়া। এমন দাবি স্মিথ-ওয়ার্নারদের।

আজ (২ জুলাই) একটি সভা করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) নির্বাহী কমিটি। যেখানে উপস্থিত ছিলেন এসিএ’র প্রধান অ্যালিস্টার নিকলসন, অজিদের ‘এ’ দলের অধিনায়ক উসমান খাজা, সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন ও সাবেক নারী ক্রিকেটার ক্লে স্মিথ।

এই সভায় মোট ১৪টি ধারা তুলে ধরে এসিএ। যেখানে পঞ্চম ধারায় অজিদের আসন্ন বাংলাদেশ ও ভারত সফর সম্পর্কে বলা হয়, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া যদি সমঝোতায় আসে তবে ক্রিকেটাররা অবশ্যই বাংলাদেশ ও ভারত সফর করতে ইচ্ছুক। কিন্তু এমনটি যদি তারা না করে, সেক্ষেত্রে এই সফরগুলোতে খেলোয়াড়রা থাকবে না। ’

আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে দুটি টেস্ট খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। সফরটি চূড়ান্তও হয়ে গেছে। এরপরই রয়েছে তাদের ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ। তবে এখন সফরগুলো শঙ্কার মধ্যে পড়ে গেছে।

এদিকে আগামী ১২ জুলাই থেকে দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলিয়া ‘এ’ দলের লম্বা সফর রয়েছে। সফরটা ‘এ’ দলের হলেও অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য তা খুবই গুরুত্বপূর্ণ। আগামী বছর ফেব্রুয়ারিতে চার টেস্টের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় যাবে মূল দল। ১৯৭০ সালের পর এই প্রথম দক্ষিণ আফ্রিকায় এক সফরে চারটি টেস্ট খেলার কথা আছে তাদের। সেই সফরের আগাম প্রস্তুতি ‘এ’ দলের এই সফর।

আগামীকাল দলে ডাক পাওয়া ক্রিকেটাররা ‍অবশ্য সবাই হাজির হবেন ব্রিসবেনে। মঙ্গলবার থেকে শুরু অনুশীলন। আজ বিশেষ সভা শেষে ক্রিকেটাররা সিদ্ধান্ত নিয়েছেন, ব্রিসবেনে শুরু অনুশীলনে যোগ দেবেন ক্রিকেটাররা। তবে এর মধ্যে সমঝোতা চুক্তি না হলে ১২ জুলাই শুরু দক্ষিণ আফ্রিকা সফরে যাবে না অস্ট্রেলিয়া ‘এ’ দল!

সেই সিদ্ধান্ত যে দক্ষিণ আফ্রিকা সফরকে বয়কট করা হবে, তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন অস্ট্রেলীয় ক্রিকেটারদের সংগঠন এসিএর প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকলসন।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ০২ জুলাই, ২০১৭
এমএমএস/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।