ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জুলাই ২, ২০১৭
বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড ও র‌্যাংকিংয়ের বাকি শীর্ষ সাত দল বিশ্বকাপে নিশ্চিতভাবে খেলবে। এদিকে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সময়টা একদমই ভালো যাচ্ছে না। র‌্যাংকিংয়ে নিচে নামতে নামতে চ্যাম্পিয়ন্স ট্রফিটাও খেলতে পারেনি দলটি, শঙ্কা ছিল বিশ্বকাপের মূল-পর্বে সরাসরি খেলার যোগ্যতা হারানোরও। অবশেষে তাই হয়েছে।

এদিকে, বাংলাদেশের কোনো ম্যাচ না থাকলেও শ্রীলঙ্কা খেলছে জিম্বাবুয়ের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজ ভারতের পর খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।

কিন্তু বর্তমান পরিস্থিতিতে, দুই দল সব ম্যাচ জিতলেও বাংলাদেশকে আটের বাইরে পাঠাতে পারছে না।

ফলে বাছাইপর্ব পেরুনো নিয়ে চিন্তা এখন শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজের। কারণ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পিছিয়ে আর লঙ্কানরা প্রথম ম্যাচে হেরে দ্বিতীয় ম্যাচে জিতেছে।

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলবে কি না, এ নিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, ৩০ সেপ্টেম্বরের আগে র‌্যাংকিংয়ের শীর্ষ আটেই থাকবে বাংলাদেশ। তার মানে ইংল্যান্ড বিশ্বকাপ খেলতে কোনো রকম বাছাইপর্বের মধ্য দিয়ে যেতে হবে না বাংলাদেশকে।

পাপন আরও জানান, ‘আগেও বলেছি আবারো বলছি, বাংলাদেশকে বাছাইপর্ব খেলতে হবে না। সেই হিসেবের মধ্যে নেই বাংলাদেশ। আমরা এবার সরাসরি খেলব। এ ব্যাপারে আইসিসি যেভাবে পরিকল্পনা সাজাচ্ছে, আমরাও তাই করছি। কারণ, পয়েন্টের ব্যবধান এত বেশি যে অন্য কিছু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। ’

‘অস্বাভাবিক কিছু ঘটলে সেটা ভিন্ন কথা। কিন্তু তেমন কোনো সম্ভবনাই নেই। আশা করি বাংলাদেশ সরাসরিই বিশ্বকাপে অংশ নিতে পারবে। অন্য দলগুলোর সঙ্গে ব্যবধান এতো বেশি যার কারণে বাংলাদেশের না খেলার কোনো সম্ভাবনা নেই। ’ যোগ করেন পাপন।

বর্তমান র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান সাত নম্বরে। টাইগারদের পরে আছে যথাক্রমে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ আর আফগানিস্তান। ১ থেকে শীর্ষ ৬ নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ০২ জুলাই ২০১৭
এমআরপি/এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।