অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৯০ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই বল বাকি থাকতে ১৭৮-এ গুটিয়ে যায় ভারতের ইনিংস। ৪৯তম ওভারে আউট হওয়ার আগে ১১৪ বল মোকাবেলায় ৫৪ রানের ইনিংস খেলেন ধোনি।
২০০৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ধীরগতির ব্যাটিংয়ে ১০৫ বলে অর্ধশতক হাঁকিয়েছিলেন গাঙ্গুলি। এক যুগ পর সেটি ভাঙলেন ধোনি। এ তালিকায় তৃতীয় স্থানেও গাঙ্গুলির নাম (১০৪ বলে ফিফটি, ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে)।
রোমাঞ্চকর জয়ে সিরিজ বাঁচিয়েছে ক্যারিবীয়রা। চার ম্যাচ শেষে ২-১ এ এগিয়ে টিম ইন্ডিয়া। বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। বৃহস্পতিবার (৬ জুলাই) জ্যামাইকায় পঞ্চম ও শেষ ওডিআইতে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ৩ জুলাই, ২০১৭
এমআরএম