অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা যেখানে প্রস্তুতি ম্যাচে অংশ নিচ্ছে সেখানে বাংলাদেশ এখনও একটি প্রস্তুতি ম্যাচও খেলতে পারেনি। তাই টুর্নামেন্টে ভালো কিছু করার সম্ভাবনা দলটির জন্য আপাতদৃষ্টিতে দুরহই মনে হচ্ছে।
তবে আশার কথা হলো, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ ডেমিয়েন রাইট এভাবে ভাবতে চাইছেন না। তার ভাষ্যমতে ৮ মাস দীর্ঘ সময়। এর মধ্যে দল বেশ ভালো প্রস্তুতিই নিতে পারবে।
সোমবার (৩ জুলাই) মিরপুরে তিনি গণমাধ্যমকে জানান, ‘টুর্নামেন্ট শুরু হতে এখনও ৮ মাস বাকি। এই মুহূর্তে আমাদের ২৪ সদস্যের বড় একটি স্কোয়াড আছে। যাদের নিয়ে আমরা নিজেদের মধ্যেই মানসম্পন্ন প্রস্তুতি ম্যাচের আয়োজন করতে পারবো। তাছাড়া হাই পারফরমেন্স দল দেশে ফেরার পরও তাদের বিপক্ষে আমরা প্রস্তুতি ম্যাচ খেলতে পারব। ’
এ সময় রাইটের কাছে জানতে চাওয়া হয় বিশ্বকাপকে সামনে রেখে তার পরিকল্পনা কী? জবাবে এই টাইগার যুবা কোচ বলেন, ‘বিশ্বকাপকে সামনে রেখে আমাদের পরিকল্পনার মধ্যে যা আছে সেটা হলো; আমরা কিছু প্রস্তুতি ম্যাচ খেলব। তাছাড়া ক্যাম্প শুরু হলে প্লেয়ারদের কিছু স্ক্রিনিং ও শারীরিক পরীক্ষা নিরীক্ষা করবো। আর হ্যাঁ, কঠোর পরিশ্রমের বিষয়টিতো আছেই। ’
উল্লেখ্য ২০১৮ সালের ১৩ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ৩ জুলাই ২০১৭
এইচএল/এমআরপি