ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে নারী বিশ্বকাপের ১১তম আসর। আসর চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) মেয়েদের ওয়ানডে ম্যাচের ওভার কমানোর পরামর্শ দেন পাকিস্তানের এই কিংবদন্তি পেসার।
টুইটে তিনি জানান, মেয়েদের ওয়ানডে ক্রিকেট ৫০ ওভারের পরিবর্তে ৩০ ওভার করা দরকার।
আইসিসির উদ্দেশ্যে তিনি টুইট করে লিখেন, ‘নারীদের ক্রিকেটে ওভার কমিয়ে আনা যায় না? এই যেমন ধরেন টেনিসে নারীদের জন্য পাঁচ সেটের পরিবর্তে তিন সেট খেলা হয়। আমার মনে হয়, নারীদের জন্য ৫০ ওভার একটু বেশি খেলা হয়ে যায়। ’
এমন টুইট করেই তোপের মুখে পড়েন ওয়াকার। নারী ক্রিকেটারদের নিয়ে ওয়াকারের এই পরামর্শকে আপত্তিকর ও বৈষম্যমূলক বলে মন্তব্য করতে থাকেন অনেকেই।
পরে ওয়াকার তার টুইটের ব্যাখ্যা দেন। আরেকটি টুইটে তিনি জানান, ‘ওভার কমানো মানে অনেক গতি, অনেক দর্শক, অনেক প্রতিযোগিতা। নারীদের প্রতি কোনো বৈষম্য বা কুসংস্কারমূলক ইঙ্গিত ছিল না। ’ হ্যাশট্যাগে লেখা ছিল, ‘Always Respect Women # WWCUP17’।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ০৩ জুলাই ২০১৭
এমআরপি