ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাবেক গুরু-শিষ্যের দেখা সুদূর নেদারল্যান্ডসে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, জুলাই ৪, ২০১৭
সাবেক গুরু-শিষ্যের দেখা সুদূর নেদারল্যান্ডসে ছবি: সংগৃহীত

জাতীয় দলের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকায় নেই ভারতের তারকা ব্যাটসম্যান সুরেশ রায়না। জাতীয় দল এ মুহূর্তে ওয়েন্ট ইন্ডিজ সফরে থাকলেও অবসর সময় কাটাতে রায়না এখন নেদারল্যান্ডসে। সেখানেই ভারতের সাবেক কোচ গ্যারি কার্স্টেনের সঙ্গে দেখা করেছেন রায়না।

দক্ষিণ আফ্রিকার সাবেক সুপারস্টার কার্স্টেনের সঙ্গে শুধু দেখাই করেননি রায়না, তার অধীনে বেশ কিছু সময় অনুশীলনও করেছেন ভারতীয় দলের ব্র্যাত্য এই ব্যাটসম্যান।

নেদারল্যান্ডসেই চাকরি করেন রায়নার স্ত্রী প্রিয়াঙ্কা।

আইপিএল কিংবা ঘরোয়া ক্রিকেটে সময় পার করা রায়না আপাতত সেখানেই রয়েছেন। স্ত্রীর সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নেদারল্যান্ডসের অনূর্ধ্ব-১৭ দলের সঙ্গে প্র্যাকটিস করেন তিনি। আর সেখানেই দেখা হয় সাবেক গুরু-শিষ্যের। তিন দিনের সংক্ষিপ্ত সফরে নেদারল্যান্ডসের অনূর্ধ্ব-১৭ দলকে অনুশীলন করাতে সেখানে গিয়েছেন কার্স্টেন।

ছবি: সংগৃহীত২০১১-তে কার্স্টেনের কোচিংয়েই মহেন্দ্র সিং ধোনির ভারত বিশ্বকাপ জিতেছিল। সেই দলেরই অন্যতম সদস্য ছিলেন বাঁহাতি তারকা ব্যাটসম্যান রায়না।

সাবেক গুরুর সঙ্গে সময় কাটানোর পাশাপাশি রায়না ডাচ তরুণ ক্রিকেটারদের সঙ্গে সময় কাটান, অনুশীলন করেন। পরে কার্স্টেনের সঙ্গে ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘এরকম সুপার ট্যালেন্টেড মানুষটার সঙ্গে প্র্যাকটিস করতে পেরে দুর্দান্ত লাগছে। তার থেকে সবসময় অনেক কিছু শেখার থাকে। দুর্দান্ত এই গ্রুপটার সঙ্গে সাক্ষাৎ করে আর অভিজ্ঞতা শেয়ার করে ভালো লাগছে। ’

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ০৪ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।