ডানহাতি এ ব্যাটসম্যান এখন পর্যন্ত ১০৩ টেস্টে করেছেন রান ৭৯৫২। আর মাত্র ৪৮ রান করলেই চতুর্থ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হিসেবে সাদা পোশাকে ৮ হাজার রানের মাইলফলক ছুঁবেন আমলা।
এর আগে এ মাইলফলক অতিক্রম করেছেন প্রোটিয়া কিংবদন্তি জ্যাক ক্যালিস, গ্রায়েম স্মিথ ও এবি ডি ভিলিয়ার্স। ১৩ হাজার ২০৬ রান করা জ্যাক ক্যালিস প্রোটিয়াদের সর্বোচ্চ রান সংগ্রাহক। তার নামের পাশে ১৬৫টি টেস্ট ম্যাচ। ৯ হাজার ২৫৩ রান করা গ্রায়েম স্মিথ খেলেছেন ১১৬টি টেস্ট। আর এবিডি ভিলিয়ার্স ৮ হাজার ৭৪ রান করেছেন ১০৬টি ম্যাচ খেলে।
উল্লেখ করার মতো বিষয় হলো, ওয়ানডেতে দ্রুততম ২ হাজার, ৩ হাজার, ৪ হাজার, ৫ হাজার, ৬ হাজার ও ৭ হাজার রানের রেকর্ডের মালিক হামিশ আমলা।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ০৬ জুলাই ২০১৭
এমআরপি