পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা টেস্টকে আরও জনপ্রিয় করতে নতুন আইডিয়া বের করেছেন।
টেস্ট ক্রিকেটে দর্শক সমাগম বাড়াতে তিনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসিকে পরামর্শ দিয়েছেন।
আইপিএল, বিপিএল, পিএসএল, সিপিএলসহ বিভিন্ন বোর্ডের টি-টোয়েন্টি ঘরোয়া লিগগুলোর জন্য আলাদা সময় নির্ধারণ থাকে। বিশ্বের সেরা তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে সেগুলো হয়ে উঠে দর্শকপ্রিয়। অথচ এশিয়া মহাদেশে টেস্টে দর্শকের উপস্থিতি থাকে না বললেই চলে। কিন্তু, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে তার উল্টো চিত্র।
রমিজ রাজা ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছে পরামর্শ দিয়ে জানান, টেস্ট ক্রিকেটের জন্য অন্তত দুই মাস নির্ধারণ রাখতে পারে আইসিসি।
রমিজ রাজার মতে, ‘আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পরিকল্পনা করা যেতে পারে। আইসিসির উচিৎ শুধুমাত্র টেস্ট ক্রিকেটের জন্য বছরের একটা সময় বরাদ্দ রাখা। তা হতে পারে দুই মাস। এই সময়টাতে শুধু টেস্ট ম্যাচই খেলবে ক্রিকেটাররা। তাহলে তারকা ক্রিকেটারদের সাদা পোশাকে খেলতে দেখার জন্য দর্শক বাড়বে। ’
তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয়, আইসিসির টেস্ট নিয়ে ভালো কিছু পরিকল্পনা আছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আদলে তারা এটি বাস্তবায়ন করবে। টেস্ট ক্রিকেটের সময়সূচি ঠিকমতো তৈরি না করার জন্যই এশিয়াতে এমনটি হচ্ছে। কিন্তু, এটা আরও ভালো হতে পারে। ’
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ০৬ জুলাই ২০১৭
এমআরপি