ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কুকের কাছে সবচেয়ে কঠিন আমির-আসিফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
কুকের কাছে সবচেয়ে কঠিন আমির-আসিফ ছবি:সংগৃহীত

লর্ডসে আজ থেকে শুরু ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চার ম্যাচ টেস্টের প্রথমটি। এ ম্যাচে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ইংলিশ অধিনায়ক হিসেবে জো রুটের অভিষেকের ব্যাপারটি। যেখানে অ্যালিস্টার কুকের উত্তরসূরি হিসেবে নেতৃত্বে পেয়েছেন তিনি।

তবে স্বাগতিকদের ব্যাটিংয়ে অন্যতম ভরসার নাম এখনও সেই কুকই। কেননা ১৪০ ম্যাচে ১১ হাজারের বেশি রান ও ৩০টি সেঞ্চুরি নিয়ে তিনিই যে বড় দুটি রেকর্ডের মালিক।

কিন্তু অভিজ্ঞ এ ব্যাটসম্যান ম্যাচ শুরুর আগে জানিয়ে দিলেন, এখন পর্যন্ত তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন বোলারদের নাম।

দীর্ঘ দিনের ক্রিকেট ক্যারিয়ারে কুক অসংখ্য খ্যাতিমান বোলারকে মোকাবেলা করেছেন। যাদের মধ্যে ছিলেন গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন, ডেল স্টেইন ও মুত্তিয়া মুরালিধরনের মতো গ্রেটরা। তবে তার কাছে অস্ট্রেলিয়ার সাবেক পেসার স্টুয়ার্ট ক্লার্ক ও দুই পাকিস্তানি মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফকেই সবচেয়ে কঠিন মনে হয়েছে।

আমির ও আসিফের বিপক্ষে ২০১০ সালে ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় কেটেছে কুকের। যেবার ঘরের মাঠে দু’দল চার ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল। সেবার সাত ইনিংসে ব্যাট করে ছয়বারই এ দু’জনের শিকার হন তিনি।

ইংল্যান্ড সেবার সিরিজটি ৩-১ এ জিতলেও জাতীয় দলে নিজের জায়গা নিয়ে শঙ্কায় পড়তে হয়েছিল বাঁহাতি ওপেনার কুককে। কেননা সেই ছয় ইনিংসে তিনি মাত্র ৫৭ রান করেছিলেন। তবে ওভালে তৃতীয় টেস্টে একটি সেঞ্চুরি সেবারের মতো বাঁচিয়ে দেয় কুককে।

এদিকে অজি পেসার ক্লার্কের বিপক্ষে ১৪ ইনিংস খেলে পাঁচবারই আউট হয়েছিলেন কুক। এ সময় ৫০ রানের ইনিংস খেলতে পেরেছেন মাত্র একটি।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ০৬ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।