ব্রাহ্মণবাড়িয়ায় শারীরিক প্রতিবন্ধদের প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করতে গিয়ে বাংলাদেশের টেস্ট দলপতি মুশফিক অনেকটা হুমকি দিয়ে রাখলেন অস্ট্রেলিয়াকে।
এ সময় মুশফিক বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ার সাথে ভালো কিছু করবো।
বাংলাদেশ সফরে দুটি টেস্ট খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। সফরটি চূড়ান্তও হয়ে গেছে। তবে, চুক্তি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে দেশটির ক্রিকেটারদের বিরোধ এই মুহূর্তে আরও চরমে পৌঁছে গেছে। আসছে আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরও শঙ্কার মধ্যে পড়েছে। ক্রিকেটাররা সিরিজ বয়কট করলে হয়তো নতুন পদক্ষেপ নেবে বোর্ড। সে ক্ষেত্রে নিম্নমানের ক্রিকেটারদের সঙ্গে সিরিজ খেলতে হতে পারে বাংলাদেশের।
এর আগে টাইগাররা ২০০৯ সালে যেমনটি খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেবার ক্যারিবীয় মূল দলের ক্রিকেটাররা পাওনার অভিযোগে সিরিজ বয়কট করে। তাই বাংলাদেশকে খেলতে হয়েছিল দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ক্রিকেটারদের সঙ্গে।
ইতোমধ্যেই ঈদের ছুটি শেষে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ছেন টাইগার ক্রিকেটাররা। আগামী ১০ জুলাই শুরু হবে ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং। অস্ট্রেলিয়া সিরিজের আগে কন্ডিশনিং ক্যাম্পে প্রায় তিন সপ্তাহের মতো ফিটনেস নিয়ে কাজ করতে পারবে মুশফিকের দল।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ০৬ জুলাই ২০১৭
এমআরপি