ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফিই বাংলাদেশের সেরা অধিনায়ক: আশরাফুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
মাশরাফিই বাংলাদেশের সেরা অধিনায়ক: আশরাফুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাশরাফি বিন মতুর্জার হাত ধরে বদলে গেছে টাইগাররা। দেশের সফলতম অধিনায়কদের মধ্যে অন্যতম ধরা হয় তাকে। বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের কাছে মাশরাফির দুর্দান্ত নেতৃত্বই বদলে দিয়েছে লাল-সবুজের ক্রিকেটকে।

বৃহস্পতিবার (০৬ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে আসেন আশরাফুল। অনুশীলন শেষে মাশরাফি সম্পর্কে অনেক কথাই বলেন তিনি।

সেখানে তিনি জানান, ‘মাশরাফি সত্যিই অসাধারণ এক নেতা। সে জানে দলের ভালোর জন্য কখন কি করতে হবে। ’

২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ একের পর এক ম্যাচ হারতে থাকে। মেগা সেই ইভেন্টের আগে জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়ায় টাইগাররা। সেই শুরু। মাশরাফির হাত ধরে ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলেছে টাইগাররা। বিশ্বকাপের পর দেশের মাটিতে টানা সিরিজ জয় এক কথায় রূপকথা। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমহারের বৃত্তে থাকা বাংলাদেশকে টেনে তোলা মাশরাফির নেতৃত্ব ভুলে যাননি টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান আশরাফুল। সাবেক এই অধিনায়ক বর্তমান দলপতি প্রসঙ্গে বলতে গিয়ে জানান, ‘মাশরাফিকেই বাংলাদেশের সেরা অধিনায়ক বলে মনে হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে, সে নিয়মিত পারফর্ম করছে। বাংলাদেশের সব অধিনায়কই নিজেদের সেরাটা ঢেলে দিয়েছে। আমার সময় আমিও তাই করেছি। নিজের জায়গা থেকে আমার আগে অন্যরাও সেটাই করেছিল। তারপরও আমি বলবো যে, বাংলাদেশের সেরা অধিনায়ক মাশরাফিই। দলকে এখনও দারুণভাবে আগলে রেখেছে, দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছে। ’

বিশ্বকাপের পর ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো জায়ান্ট দলগুলোকে হারানোর পাশাপাশি ইংল্যান্ড, আফগানিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ডকে হারিয়েছে। বিদেশের মাটিতেও ম্যাশ বাহিনী ছিল ভয়ঙ্কর।

অ্যাশ আরও যোগ করেন, ‘মাশরাফির হাঁটুতে সাত-সাতটি অস্ত্রোপচার হয়েছে। এরপরও দেশের জন্য এভাবে খেলা চালিয়ে যেতে হলে অনেক বড় মানসিকতা লাগে। এ ধরনের মানসিক শক্তি সবার মধ্যে নেই। একমাত্র মাশরাফির মধ্যে আছে বলেই সে এখনো চালিয়ে যাচ্ছে। ফিটনেস যদি ঠিক থাকে তাহলে অবশ্যই মাশরাফির ২০১৯ বিশ্বকাপ খেলা উচিৎ। ’

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ০৬ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।