ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শচীনকে পেছনে ফেললেন কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, জুলাই ৭, ২০১৭
শচীনকে পেছনে ফেললেন কোহলি ছবি: সংগৃহীত

গত জানুয়ারিতে সফল চেজে শচীন টেন্ডুলকারের সবচেয়ে বেশি সেঞ্চুরির (১৪) রেকর্ড ভেঙেছেন। আবারো স্বদেশী ব্যাটিং কিংবদন্তিকে ছাড়িয়ে গেছেন বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে টার্গেটে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ সংখ্যক শতকের মালিক এখন ভারতীয় অধিনায়ক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডেতে ক্যারিয়ারের ২৮তম ওডিআই সেঞ্চুরি উদযাপন করেন কোহলি। তার ১১১ রানের অপরাজিত ইনিংসে আট উইকেটের দাপুটে জয়ে ৩-১ ব্যবধানে (বৃষ্টির কারণে প্রথম ম্যাচ পরিত্যক্ত) সিরিজ নিশ্চিত করে টিম ইন্ডিয়া।

চেজে বরাবরই প্রতিপক্ষের সামনে এক মূর্তিমান আতঙ্ক কোহলি! টার্গেটে নামলেই যেন তার সেরাটা বেরিয়ে আসে। ২৮টি ওয়ানডে সেঞ্চুরির ১৮টিই এসেছে এখান থেকে। ছাড়িয়ে গেছেন টেন্ডুলকারের ১৭ সেঞ্চুরির কীর্তিকে।

টার্গেটে নেমে সেঞ্চুরির পরিসংখ্যানে শচীনের চেয়ে যোজন যোজন এগিয়ে কোহলি। ১৮টি সেঞ্চুরি করতে ১০২ ইনিংস সময় নিয়েছেন। যে‍খানে টেন্ডুলকারের লেগেছিল ২৩২ ইনিংস। ভারতীয় ক্রিকেট ঈশ্বরের মোট ওডিআই সেঞ্চুরি ৪৯টি। অর্থাৎ, খেলোয়াড়ী জীবনে ব্যাটিংয়ে প্রথম ইনিংসেই ছিলেন বেশি সাবলীল!

এ তালিকায় তৃতীয় স্থানে তিলেকারাত্নে দিলশান। ১১৬ ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ১১টি সেঞ্চুরি হাঁকান সাবেক লঙ্কান ওপেনার।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ৭ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।