দলটির অজি স্পিনার ব্র্যাড হগ খেলতে না পারায় তার পরিবর্তে বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে ডাকা হয়েছে।
সিপিএল নিলামে প্রথমে ছিলেন না বাংলাদেশের তরুণ এই অলরাউন্ডার।
টাইগার এই স্পিনার প্রসঙ্গে ক্লাবটি লিখেছে, ‘নিজের স্মার্ট বোলিংয়ের মাধ্যমে মিরাজ প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক হয়ে দাঁড়াতে পারে। ’
আর ক্যারিবিয়ান লিগে ডাক পাওয়াটা নিজের জন্য সুখবর বলেই জানিয়েছিলেন সময়ের আলোচিত এই অলাউন্ডার, ‘সিপিএলে সুযোগ পাওয়া আমার জন্য সুখবর। আমাদের দেশের মানুষের জন্যও সুখবর। এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ও ভালো বিষয়। যেহেতু আমি জুনিয়র তাই এখান থেকে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাব। ’
সিপিএলের এবারের আসরে অংশ নিলে মিরাজ অধিনায়ক হিসেবে পাবেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ডোয়াইন ব্রাভোকে। আরও থাকছেন উইন্ডিজ তারকা সুনীল নারাইন, ড্যারেন ব্রাভো, কেভিন কুপার, দিনেশ রামদিন, নিকিতা মিলার, রনশফোর্ড বিটনকে। মিরাজদের দলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম, হাশিম আমলা, কলিন মুরনো, হামজা তারিক ও শাদাব খান।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ০৭ জুলাই ২০১৭
এমআরপি