আগে ব্যাট করা লঙ্কানরা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ৩০০ রান। জিম্বাবুয়ের ইনিংসের মাঝে বৃষ্টি নামলে তাদের সামনে নতুন টার্গেট দাঁড়ায় ৩১ ওভারে ২১৯ রান।
প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ৬ উইকেটে জিতলেও পরের দুই ম্যাচে হেরে যায়। লঙ্কানরা দ্বিতীয় ম্যাচে জয় পায় ৭ উইকেটে। আর তৃতীয় ম্যাচে জিতেছিল ৮ উইকেটের ব্যবধানে।
এই ম্যাচের মধ্যদিয়ে ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো ব্যাক-টু-ব্যাক ডাবল সেঞ্চুরি জুটি দেখেছে ক্রিকেট বিশ্ব। জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচে অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে এমন অবিস্মরণীয় রেকর্ডের জন্ম দিয়েছেন শ্রীলঙ্কার দুই ওপেনার নিরোশান ডিকভেলা ও দানুশকা গুনাথিলাকা। যা আগে কোনো জুটিই করে দেখাতে পারেননি। ওপেনিং পার্টনারশিপে স্কোরবোর্ডে ২০৯ রান তোলেন দু’জন। টানা দ্বিতীয় সেঞ্চুরি উদযাপন করেন ডিকভেলা। ১৩ রানের জন্য শতক বঞ্চিত হন গুনাথিলাকা। আগের ম্যাচে ২২৯ রানের রেকর্ড জুটি গড়েছিলেন দুই সেঞ্চুরিয়ান ডিকভেলা ও গুনাথিলাকা।
এই ম্যাচে ১১৮ বলে আটটি বাউন্ডারিতে ১১৬ রান করেন ডিকভেলা। ১০১ বলে সাতটি বাউন্ডারিতে ৮৭ রান করেন গুনাথিলাক। দলপতি ম্যাথুজ করেন ৪০ বলে ৪২ রান। ২২ রান করেন উপুল থারাঙ্গা।
টার্গেটে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের ওপেনার ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হ্যামিলটন মাসাকাদজা ২৮ রানে বিদায় নেন। আরেক ওপেনার সলোমন মিরে করেন ৪৩ রান। মুসাকানদার ব্যাট থেকে আসে ৩০ রান। ইনিংস সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস খেলার পথে অপরাজিত থাকেন ৫৫ বল মোকাবেলা করা ক্রেইগ আরভিন। তার ইনিংসে ছিল আটটি চার আর একটি ছক্কার মার।
সিকান্দার রাজা ১০ আর ম্যালকম ওয়ালার ২০ রান করেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ক্রেইগ আরভিন।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ০৮ জুলাই ২০১৭
এমআরপি