ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবদের রেখে দিতে চায় চ্যাম্পিয়নরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, জুলাই ৯, ২০১৭
সাকিবদের রেখে দিতে চায় চ্যাম্পিয়নরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বিপিএলের পঞ্চম আসরের পর্দা উঠবে ৪ নভেম্বর। পঞ্চম আসরকে সামনে রেখে এখন থেকেই দল সাজাতে ব্যস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো। তারই ধারাবাহিকতায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস দেশি-বিদেশি তারকাদের নিয়ে দল সাজাচ্ছে।

ঢাকার দলটি বিদেশি ক্রিকেটারদের পাশাপাশি দেশি ক্রিকেটারদের নিয়েও ভাবছে বলে জানিয়েছেন ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী কর্মকর্তা ওবায়েত নিজাম।

গত আসরের দল থেকে নিয়মানুযায়ী চারজন ক্রিকেটারকে দলে রেখে দিতে চায় ডায়নামাইটসরা।

সেক্ষেত্রে, অধিনায়ক সাকিব আল হাসানের পাশাপাশি মোসাদ্দেক হোসেন ও পেসার মোহাম্মদ শহীদকে বেছে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।

ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী কর্মকর্তা ওবায়েত নিজাম এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমরা সাকিব, মোসাদ্দেক এবং শহীদকে দলে রেখে দিতে চাই। তবে বাকিদের নিয়ে এখনই কিছু বলতে পারছি না। এটা বলা কঠিন যে কারা একাদশে থাকবে আর কারা একাদশের বাইরে থাকবে। এটা অধিনায়ক আর কোচই সম্মিলিতভাবে ঠিক করবেন। ’

উল্লেখ্য, এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিটি দলে ভিড়িয়েছে শ্রীলঙ্কার গ্রেট কুমার সাঙ্গাকারা, পাকিস্তানের শহীদ আফ্রিদি, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন, ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন, পাকিস্তানের মোহাম্মদ আমির, ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস, শ্রীলঙ্কার গুনারত্নে, ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েলদের মতো তারকা ক্রিকেটারদের।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ০৯ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।