টানা চার জয়ে পাঁচ ম্যাচের এই সিরিজে ৪-০ তে এগিয়ে গেল বিসিবি এইচপি দল।
এর আগে গত শুক্রবার (০৭ জুলাই) তৃতীয় ম্যাচে সাইফুদ্দিনের দুর্দান্ত সেঞ্চুরিতে নর্দান টেরিটোরিকে ৪২ রানে হারায় বিসিবি এইচপি দল।
রোববারের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নর্দান টেরিটোরি। স্বাগতিকরা আগে ব্যাট করে বাংলাদেশের বোলারদের সামনে উইকেটে দাঁড়াতেই পারেনি। মাত্র ১৩৬ রানেই অলআউট হয়ে যায়। ১৩৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে বিসিবির দলটি।
স্বাগতিক দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অ্যালেক্স গ্রেগরি। ৩৪ রান আসে ম্যাকসিউনির ব্যাট থেকে। স্পিনার তানভির হায়দার ৮.৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে নিয়েছেন সর্বোচ্চ ৪টি উইকেট। পেসার এবাদত হোসেন ৭ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। এছাড়া আবুল হোসেন রাজু ৭ ওভারে ২৯ রানে নিয়েছেন ২টি উইকেট।
ব্যাটিংয়ে নেমে দলপতি লিটন দাস অপরাজিত ৭২ রান করেন। ২৬ ওভারে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ০৯ জুলাই ২০১৭
এমআরপি