লর্ডসে প্রথম ইনিংসে ইংল্যান্ড সবকটি উইকেট হারিয়ে ৪৫৮ রান তুলেছিল। নিজেদের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৩৬১ রানে অলআউট হয়।
প্রথম ইনিংসে দলপতি জো রুট ইনিংস সর্বোচ্চ ১৯০ রান করেছিলেন। বেন স্টোকস ৫৬, মঈন আলি ৮৭ রান করেন। ৫৭ রানে অপরাজিত থাকেন স্টুয়ার্ট ব্রড। দক্ষিণ আফ্রিকার মরনে মরকেল ৪টি উইকেট পান। তিনটি করে উইকেট নিয়েছিলেন ভারনন ফিল্যান্ডার, কেগিসো রাবাদা।
নিজেদের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৫৯ রান করেন তেমবা বাভুমা। এছাড়া, নতুন দলপতি ডিন এলগার ৫৪, হাশিম আমলা ২৯, জেপি ডুমিনি ১৫, ডি ব্রুইন ৪৮, রাবাদা ২৭, ডি কক ৫১, ফিল্যান্ডার ৫২ রান করেন। ইংল্যান্ডের স্পিনার মঈন আলি চারটি উইকেট দখল করেন। দুটি করে উইকেট পান অ্যান্ডারসন, ডনস আর ব্রড।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ওপেনার অ্যালিস্টার কুক ৬৯ রান করেন। এছাড়া, জেনিংস ৩৩, গ্যারি ব্যালান্স ৩৪, বেয়ারস্টো ৫১, মার্ক উড ২৮ রান করেন। প্রোটিয়াদের হয়ে কেশব মহারাজ চারটি উইকেট নেন। তিনটি করে উইকেট পান মরকেল-রাবাদা।
৩৩১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মঈন আলির স্পিন বিষে কাবু হয় দক্ষিণ আফ্রিকা। একাই ৬টি উইকেট তুলে নেন মঈন। প্রোটিয়াদের ইনিংস সর্বোচ্চ ২১ রান আসে বাভুমার ব্যাট থেকে।
বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, ০৯ জুলাই ২০১৭
এমআরপি