ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘অদ্ভুতুড়ে’ ইনজুরির কারণে নেই রুবেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
‘অদ্ভুতুড়ে’ ইনজুরির কারণে নেই রুবেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আসন্ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজকে সামনে রেখে সোমবার (১০ জুলাই) থেকে মিরপুরের হোম অব ক্রিকেটে কন্ডিশনিং ক্যাম্পে অংশ নিয়েছে টাইগাররা। প্রাথমিক স্কোয়াডে থাকলেও ‘অদ্ভুতুড়ে’ ইনজুরির কারণে ক্যাম্পে যোগ দিতে পারেননি টাইগার পেসার রুবেল হোসেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল থেকে বিদায় নেয় বাংলাদেশ। সবই ঠিকঠাক ছিল।

কিন্তু ফেরার পর জানা যায়, ইনজুরিতে পড়েন রুবেল। এর কারণ হিসেবে তিনি জানান, হোটেলের দরজার সঙ্গে ধাক্কা লেগে চোয়ালে চোট পান। আঘাতটি লাগে নাক ও চোখের মাঝ বরাবর। রুবেলের এমন ইনজুরিটি ব্যতিক্রম হওয়ায় ভিন্নভাবেই গণমাধ্যমগুলো সংবাদ ছেপেছিল।

আসন্ন এই দুই সিরিজকে সামনে রেখে সোমবার সকালেই ফিটনেসে ক্যাম্পে নাম লিখিয়েছেন ২২ সদস্যের লাল-সবুজের দল। প্রাথমিক দলে ২৯ জন ক্রিকেটারকে রাখা হলেও সবাই এদিন ক্যাম্পে যোগ দিতে পারেননি। এইচপি দলের হয়ে টাইগার পাঁচ ক্রিকেটার (এনামুল বিজয়, সাইফুদ্দিন, আবুল হাসান রাজু, তানবীর হায়দার ও লিটন দাস) অস্ট্রেলিয়া সফরে থাকায় এবং তামিম ইকবাল এসেক্সের হয়ে কাউন্টি খেলতে ইংল্যান্ডে অবস্থান করায় ২২ সদস্যের লাল-সবুজের দল নিয়ে ক্যাম্প শুরু করেছেন জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লা ভারায়ন।

ক্যাম্পে যোগ দিতে পারেননি ইনজুরিতে থাকা পেসার রুবেল হোসেন। তিনি বাংলানিউজকে জানান, ‘অস্ত্রোপচারের পর সেলাই কাটার জন্য হাসপাতালে যেতে হবে। চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী এখনই মাঠে ফিরতে পারছি না। মুখের ভেতরের সেলাই কাটতে হাসপাতালে যাবো। এরপর ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে। তবে এটা নিশ্চিত, আপাতত ক্যাম্পে যোগ দিতে পারছি না। ’

রুবেলের মাঠে ফেরার প্রসঙ্গে বিসিবির একটি সূত্র জানায়, এক সপ্তাহের মধ্যেই তিনি ক্যাম্পে যোগ দেবেন। কবে নাগাত ক্যাম্পে যোগ দিতে পারবেন এ প্রসঙ্গে রুবেলও একমত, ‘৭-৮ দিনের মধ্যেই মাঠে ফিরতে পারব। ’

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ১০ জুলাই ২০১৭
এমআরপি/এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।