ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোচ নিয়ে ভারতের এ কোন নাটক!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
কোচ নিয়ে ভারতের এ কোন নাটক! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

টিম ইন্ডিয়ার প্রধান কোচ নিয়ে দিনভর চরম নাটক চলছে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে বোর্ড সূত্রে জানা যায়, টিম ইন্ডিয়ার কোচ হলেন রবি শাস্ত্রী। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের কোচের পদ সামলাবেন টিম ইন্ডিয়ার সাবেক এই ডিরেক্টর।

কিন্তু সন্ধ্যার পরই বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, এখনও কোচের নাম ঠিক হয়নি। ভারতের নতুন কোচ নিয়োগের ব্যাপার নিয়ে বেশ ভালোই নাটক জমে উঠেছে।

একের পর এক সংবাদ আসছে, পরক্ষণেই সেটি গুঞ্জনে পরিণত হচ্ছে। সন্ধ্যায় শাস্ত্রীর কোচ হওয়ার সংবাদকে স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দিয়ে বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরী জানান, শাস্ত্রীর কোচ হওয়া নিয়ে যে খবর বেরিয়েছে তা মিথ্যা। নতুন কোচ হিসেবে কারো নাম এখনো চূড়ান্ত করা হয়নি। সিএসির তিন সদস্য শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙুলী ও ভিভিএস লক্ষ্মণ প্রার্থীদের সঙ্গে আরও আলোচনা করবেন।

জানা যায়, প্রথমে আবেদনই করেননি শাস্ত্রী। কিন্তু নতুন করে সময়সীমা বাড়ানোর পর ফেভারিট হিসেবে আলোচনায় উঠে আসেন। অধিনায়ক কোহলির সঙ্গে ভালো সম্পর্ক বিবেচনায় এগিয়ে থাকেন শাস্ত্রী। ভারতের প্রধান কোচ পদে বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার প্রক্রিয়া শেষে জানানো হয়, ভারতের তিন ফরমেটের দলপতি বিরাট কোহলির সঙ্গে আলোচনা করেই নতুন কোচের নাম জানানো হবে।

শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষণ এই তিনজনকে নিয়ে গড়া ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির (সিএসি) সুপারিশেই বিরাট কোহলিদের নতুন কোচের নাম ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কোচ নির্বাচনে ইংল্যান্ড থেকে স্কাইপের মাধ্যমে গাঙ্গুলী-লক্ষণদের সঙ্গে যোগ দেন শচীন। ১০টি আবেদনপত্র পায় বিসিসিআই। রবি শাস্ত্রী, বীরেন্দর শেবাগ, টম মুডি, রিচার্ড পাইবাস, ডোড্ডা গনেশ, লালচান্দ রাজপুত, ল্যান্স ক্লুজনার, রাকেশ শর্মা (ওমান ন্যাশনাল টিম কোচ), ফিল সিমন্স ও উপেন্দ্রনাথ ব্রক্ষচারী (ইঞ্জিনিয়ার, ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ড নেই)। সেখান থেকে ছয়জনের সাক্ষাৎকার নেওয়ার কথা থাকলেও ৫ জনের সাক্ষাৎকার নেয় সিএসি। প্রার্থীদের তালিকায় ছিলেন শাস্ত্রী, শেবাগ, মুডি, সিমন্স, পাইবাস ও রাজপুত। সিমন্স সাক্ষাৎকার দেননি।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ১১ জুলাই, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।