ফিক্সিং ইস্যুতে জড়িত থাকার অভিযোগ প্রমাণ হওয়ায় ৩৩ বছর বয়সী সোতসোবেকে এমন কঠোর সাজা দিল প্রোটিয়া ক্রিকেট বোর্ড। আর এর ফলে আবারো ক্রিকেটে ফেরা অনেকটা দুস্কর হয়ে পড়েছে তার জন্য।
২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট রাম স্লাম টি-টোয়েন্টিতে ম্যাচ পাতানোতে জড়ান সোতসোবেসহ আরো ছয়জন। অভিযোগ প্রমাণ হওয়ায় সাজা মিলেছে সবার। বাকিদের নিষেধাজ্ঞার মেয়াদ ২ থেকে ২০ বছর। এ তালিকায় রয়েছেন আলভারো পিটারসেনের মতো তারকাও।
সাজা মেলার পর অবশ্য ফিক্সিংয়ের বিষয়টি স্বীকার করে ভক্ত ও দেশবাসীর কাছে নিজের অনুশোচনার কথা প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে ৫ টেস্ট, ৬১ ওয়ানডে ও ২৩ টি-টোয়েন্টি ম্যাচে প্রতিনিধিত্ব করা সোতসোবে।
দীর্ঘদিন যাবত জাতীয় দলের বাইরে থাকা এ ক্রিকেটার জাতীয় দলের জার্সি গায়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৩ সালে ভারতের বিপক্ষে, তাছাড়া টেস্টও খেলা হয়নি লম্বা সময় ধরে। তার সর্বশেষ টেস্ট ছিল ২০১১ সালে ভারতের বিপক্ষে। আর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০১৪ সালে। চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে লড়েছিলেন নেদারল্যান্ডসের বিপক্ষে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ১২ জুলাই, ২০১৭
এমএমএস