ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফুটবলে মাতলেন মাশরাফি-সাকিবরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
ফুটবলে মাতলেন মাশরাফি-সাকিবরা ফুটবলে মাতলেন মাশরাফি-সাকিবরা-ছবি:শোয়েব মিথুন (বাংলানিউজটোয়েন্টিফোর.কম)

ঢাকা: ব্যাট-বল নয়, এবার ফুটবল নিয়ে মাঠে নেমে পড়লেন মাশরাফি, সাকিব, মুশফিকরা। নিজেরা ক্রিকেটার তাতে কী? ফুটবলেও যে তারা এতটুকু কম যান না বুধবার (১২ জুলাই) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমির মাঠে গিয়ে তারই দেখা মিললো।

অবশ্য এটা কোন গুরুতর ম্যাচ নয়। স্রেফ নিজেদের ফিট রাখতে ফুটবল নিয়ে আনন্দে মেতে উঠা যাকে বলে।

প্রস্তুতি ক্যাম্পের অংশ হিসেবে এদিন ছিল টাইগারদের শুধু রানিং। তাই সকাল-সকাল নিজেদের মূল কাজটি সেরেই ঝুম বৃষ্টির ভেতর নেমে পড়লেন ফুটবল নিয়ে। জমেও উঠলো বেশ। ছোট ছোট পাসে খেলছেন সবাই। মাশরাফির পা থেকে বল যাচ্ছে মুশফিকের পায়ে। আবার ফিরে আসছে তার কাছেই।

ফুটবলে মাতলেন মাশরাফি-সাকিবরা-ছবি:শোয়েব মিথুন (বাংলানিউজটোয়েন্টিফোর.কম)মাশরাফি জোড়ালো শট নিচ্ছেন তা প্রতিহত করছেন সৌম্য। কখনও বা বল নিয়ে প্রতিপক্ষের সীমানায় জোড়ালো আক্রমণ রচনা করছেন নাসির হোসেন। বাদ যাননি নাসির সতীর্থ ইমরুল কায়েসও। তার গতির সামনে খেই হারিয়েছেন প্রতিপক্ষ মাশরাফি ও তার দল।

মিরাজ, সাব্বির ও সোহানদেরও দেখা গেল বেশ ত‍ৎপর।  এভাবে চললো বেশ কিছুক্ষণ। তারপর সবাই একে একে মাঠ ছাড়লেন।

ফুটবলে মাতলেন মাশরাফি-সাকিবরা-ছবি:শোয়েব মিথুন (বাংলানিউজটোয়েন্টিফোর.কম)অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে মাশরাফিদের কন্ডিশনিং ক্যাম্প শুরু হয়েছে গত ১০ জুলাই। শুরুর প্রথম তিন সপ্তাহ তারা ব্যস্ত সময় কাটাবেন ফিটনেস নিয়ে। এরপর শুরু হবে তাদের স্কিল ট্রেনিং বা ব্যাটিং, বোলিং ও ফিন্ডিং অনুশীলন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ১২ জুলাই, ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।