ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শাস্ত্রীর নিয়োগে আপত্তি ছিলো না গাঙ্গুলির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
শাস্ত্রীর নিয়োগে আপত্তি ছিলো না গাঙ্গুলির শাস্ত্রীর নিয়োগে আপত্তি ছিলো না গাঙ্গুলির-ছবি:সংগৃহীত

ভারতীয় দলের নতুন কোচ রবি শাস্ত্রী ব্যাপারে কোনো আপত্তি নেই সৌরভ গাঙ্গুলির। এমনটিই জানিয়ে দিলেন তিনি নিজেই। তার মতে খেলোয়াড়দের পছন্দেই তাকে কোচ করা হয়েছে।

এ প্রসঙ্গে গাঙ্গুলি বলেন, ‘আমার কেন রবি কোচ হয়ে আসা নিয়ে আপত্তি থাকবে? আমি তো আর মাঠে নেমে খেলবো না। যারা খেলবে  তারাই যখন রবিকে চাইছে, তখন তো আর আমার আপত্তি করার কোনও প্রশ্নই ওঠে না।

’ 

বিরাট কোহালি রবি শাস্ত্রীর নাম করেই তাকে কোচ হিসেবে চেয়েছিলেন বলে জানান সৌরভ, ‘বিরাট নিউ ইয়র্ক থেকে টেলিকনফারেন্সে আমাদের যে রকম বলেছে, সেই অনুযায়ীই আমরা কোচ বাছাই করেছি। ও রবিকেই কোচ হিসেবে চেয়েছিল। ’

গত সোমবার কোচ বাছাইয়ের সাক্ষাতকারের পর গাঙ্গুলি সাংবাদিকদের জানিয়েছিলেন, আরও দু-তিনদিন পর কোচের নাম ঘোষণা করতে চায় বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটি, যাতে তিনি ছাড়াও সচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষন ছিলেন।

সোমবার শাস্ত্রী ছাড়াও সাক্ষাতকার নেওয়া হয়েছিল বিরেন্দ্র শেওয়াগ, লালচাঁদ রাজপুত, টম মুডি ও রিচার্ড পাইবাসদের। কিন্তু মঙ্গলবার দিনভর নানা নাটকীয়তার পর রাতে বিসিসিআই অফিসিয়ালি জানিয়ে দেয় শাস্ত্রীর নাম।  

যেখানে রাহুল দ্রাবিড়ের বিদেশে ব্যাটিং উপদেষ্টা ও জাহির খানকে বোলিং কোচ করার ঘোষণাও একই সঙ্গে করা হয়। এই সাপোর্ট স্টাফ নির্বাচনও যে তাদের উপদেষ্টা কমিটিই করেছে, তা জানিয়ে দিলেন গাঙ্গুলি

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ১৩ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।