যে ব্যাট দিয়ে দেশের হয়ে টেস্টে ইউনিস রেকর্ড ১০ হাজার রান করেছিলেন, সেটি দিয়েছেন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য অর্থ সংগ্রহে। ৩৯ বছর বয়সী এই তারকা ক্রিকেটার ব্যাটটি দ্য সিটিজেন ফাউন্ডেশনকে (টিসিএফ) দান করেন।
ইউনিস জানান, ‘একটি জাতির সামর্থ্য সেই জাতির শিক্ষার উপর নির্ভর করে। আমাদের সাহায্য বঞ্চিত শিশুদের শিক্ষাকে অনেক দূর এগিয়ে নেবে। যা আমাদের এই সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। ’
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের তহবিল থেকে দেশের ক্রিকেটারদের অনন্য সাফল্যে অর্থ পুরস্কার দেওয়া হয়। সেখানে ইউনিস পান ১০ মিলিয়ন পাকিস্তানি রুপি (১ কোটি রুপি)। পুরো অর্থই ইউনিস দাতব্য প্রতিষ্ঠানে দান করে দেন।
চলতি বছরের এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ইউনিস পাকিস্তানের প্রথম এবং ক্রিকেট ইতিহাসের ১৩তম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেন।
অবসর নেওয়ার পর ক্যারিয়ারে ১১৮ টেস্ট খেলা ইউনিস বলেছিলেন, ‘আমার দ্বারা সম্ভব যে কোনো পথে আমি আমার দেশকে সাহায্য করতে চাই। পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের উন্নতিকল্পে ভবিষ্যতে পিসিবির সঙ্গে কাজ করতে পারলে আমি খুশি হবো। কেবলমাত্র ক্রিকেট নয়, অনেক ক্ষেত্রেই আমি দেশকে সেবা দিতে চাই। ’
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ১৩ জুলাই ২০১৭
এমআরপি