এশিয়ার এক সময়ের পরাশক্তি এমন একটি দলকে বাঁচানোর জন্য এ মুহূর্তে লঙ্কান গ্রেটরা মাঠে নামলেও নাকি কাজে লাগবে না। এমনটি বিশ্বাস করেন দেশটির স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।
লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, মুত্তিয়া মুরালিধরনরা জাতীয় দল থেকে বিদায় নেওয়ার পরেই শ্রীলঙ্কার বাজে দিনের শুরু। সম্প্রতি বাজে পারফরমেন্সের দায় নিয়ে দলপতির দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ।
মুরালিধরনের মতে, ‘আমি একদিক দিয়ে খুশি যে বর্তমান দলটি একেবারেই নতুন দলের ন্যায়। কিন্তু, তারপরও আমি চিন্তিত এই দলটির বর্তমান পারফরমেন্স দেখে। এখনকার এই শ্রীলঙ্কাকে সাঙ্গা (সাঙ্গাকারা), মাহেলা (জয়াবর্ধনে) এবং আমি মিলেও যদি চেষ্টা করি, তাহলেও বাঁচাতে পারবো না। তাছাড়া আমরা আমাদের অন্য কাজে ব্যস্ত। সাঙ্গাকারা ক্রিকেট খেলছে। মাহেলা আমার মতো কোচিংয়ে ব্যস্ত। তাদের সমস্যা গুলো তাদেরই বের করতে হবে, সমাধান করতে হবে। দলের অচলাবস্থা বদলাতে হবে এখনকার খেলোয়াড়দেরই। ’
চতুর্থ দল হিসেবে শততম টেস্ট জয়ের গৌরব অর্জন করেছিল বাংলাদেশ। সেটাও শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের হারিয়ে। তখন লঙ্কান ক্রিকেটের 'মৃত্যু' ঘোষণা করে দ্য আইল্যান্ড মৃত্যুফলক বানিয়ে তাতে লিখেছিল: ‘আন্তরিকতার সঙ্গে স্মরণ করছি শ্রীলঙ্কান ক্রিকেটকে। মৃত্যু: ১৯ মার্চ, ২০১৭, স্থান: দ্য ওভাল (পি সারা ওভাল)। এই মৃত্যুতে তার সকল শুভানুধ্যায়ী গভীরভাবে শোকাহত। আর.আই.পি (রেস্ট ইন পিস—আত্মা স্বর্গলাভ করুক)। পুনশ্চ: মৃতদেহ দাহ করা হবে এবং ছাই নিয়ে যাওয়া হবে বাংলাদেশ। ’
মুরালিধরন আরও যোগ করেন, ‘আমরা অবসরের পর থেকেই শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে নেই। তাই জানি না কি ঘটছে জাতীয় দলে। পরিস্থিতি ভালোভাবে না জেনে এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে, এমন অবস্থা থেকে তাদের বেরিয়ে আসা দরকার। ’
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ১৬ জুলাই ২০১৭
এমআরপি