কিন্তু হতাশার কথা হলো তারা কেউই তামিমের সাথে থিতু হতে পরেননি। বর্তমানে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরমেটে তামিমের সাথে ওপেনিংয়ে ব্যাটিং করছেন সৌম্য সরকার।
তবে উল্লেখ করার মতো বিষয় হলো, টাইগার ওপেনার সৌম্য সরকার ওপেনিং অর্ডারটি হারাতে চাইছেন না। চাইছেন তামিমের সাথেই দীর্ঘদিন জুটিটি ধরে রাখতে, ‘তামিম ভাইয়ের (তামিম ইকবাল) সাথে ওপেনিং জুটি দীর্ঘদিন চালিয়ে যাওয়ার স্বপ্ন দেখি। ’
সোমবার (১৭ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া লাউঞ্জে এমন স্বপ্নের কথা ব্যক্ত করেন সৌম্য সরকার।
শুধু ওপেনিং অর্ডারেই নয়, সৌম্য স্বপ্ন দেখেন তামিমের মতো দীর্ঘ সময় বাংলাদেশের ক্রিকেটে তার ক্যারিয়ারটি ধরে রাখতে। চান লাল-সবুজের জার্সি গায়ে নিজেকে বহুদূর নিয়ে যেতে, ‘ওপেনিংয়ে নামার পর যখন টিভি স্ক্রিনে দেখায় তামিম ভাই ১৬০-১৭০ ম্যাচ খেলেছে, আমি ৩০ ম্যাচ খেলেছি তখন আমারও মনে চায় একদিন আমিও এমন ১৬০-১৭০ ম্যাচ খেলবো। ’
ক্যারিয়ারের শুরুটা সৌম্য সরকার দুর্দান্তই করেছিলেন। অভিষেকের পর ২০১৫ বিশ্বকাপ এবং একই বছর ঘরের মাঠে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা সিরিজে তার আগ্রাসী ব্যাটিংয়ে বুঁদ হয়েছিল পুরো টাইগার ভক্তরা। কিন্তু ২০১৬ সাল থেকে এই ওপেনারের ব্যাটে কেমন যেন ছন্দহীনতার আভাস।
চ্যাম্পিয়নস ট্রফিতেও তাকে জ্বলে উঠতে দেখা যায়নি। তবে হাল ছাড়ছেন না এই লাল-সবুজের ওপেনার। চাইছেন আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ দিয়েই ছন্দে ফিরতে, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়ানডে ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ। দুটি ভিন্ন ফরমেটের খেলা। এখন আপাতত ফিটনেস ক্যাম্প নিয়ে চিন্তা করছি। নিজেকে কতটুকু ফিট করে নেওয়া যায় সেগুলো নিয়ে ভাবছি। যদি সুযোগ পাই চেষ্টা করবো অস্ট্রেলিয়ার সঙ্গে ভালো কিছু করার। ’
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ১৭ জুলাই ২০১৭
এইচএল/এমআরপি