ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাবেকদের বিপক্ষে খেলবেন মাশরাফিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
সাবেকদের বিপক্ষে খেলবেন মাশরাফিরা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের বিপক্ষে খেলবেন দলের বর্তমান সদস্যরা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে সিনিয়রদের বিপক্ষে বর্তমান ক্রিকেটারদের এই ম্যাচটি। আর এ ম্যাচটি অনুষ্ঠিত হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

‘বুড়োদের দলে’ থাকবেন আকরাম-নান্নুরা। এছাড়াও ম্যাচটিতে মাঠ মাতাতে আরও দেখা যাবে হাবিবুল বাশার, মেহরাব হোসেন অপি, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিকের মতো খ্যাতিমান ক্রিকেটারদের।

পাশাপাশি বর্তমান ক্রিকেটারদের মধ্যে যারা জাতীয় দলে আছেন, তাদের মধ্যে থেকেই গঠিত হবে অপর একাদশটি। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম সহ নামজাদা ক্রিকেটারের থাকাটা তাই প্রায় নিশ্চিতই বলে যায়।

ঐ ম্যাচটির আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল, যার দিনক্ষণ ঠিক করা হয়েছে ২৬ থেকে ২৮শে জুলাই। ঐ আয়োজনে ছয়টি ভিন্ন দলের হয়ে খেলবেন সাবেক ক্রিকেটাররা। দলগুলোর নাম হচ্ছে-ঢাকা বিভাগ, ঢাকা মেট্রো, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও অলস্টার ইলেভেন।

এদিকে ২৮ জুলাই দেশে ফিরবেন জাতীয় দলের শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি দেশে ফিরেই ক্রিকেটারদের মূল অনুশীলন শুরু হওয়ার কথা। তবে ২৯ জুলাইয়ের ম্যাচ খেলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন মাস্টার্স ক্রিকেট কার্নিভালের অন্যতম উদ্যোক্তা খালেদ মাহমুদ সুজন। তিনি জানান, এ ব্যাপারে কোচের সঙ্গে আগেই কথা হয়েছে তাদের।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ১৮ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।