চান্দিমালের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন রঙ্গনা হেরাথ। গত মার্চে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজেও হেরাথ অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন।
চলতি মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে জয় দিয়ে এ ফরমেটে অধিনায়ক হিসেবে অভিষেক হয় চান্দিমালের। কিন্তু অসুস্থতাজনিত কারণে ভারতের বিপক্ষে চ্যালেঞ্জিং সিরিজের শুরুতেই তাকে দলের বাইরে থাকতে হচ্ছে।
আগামী ২৬ জুলাই (বুধবার) প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে চান্দিমালবিহীন শ্রীলঙ্কা। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ১১টায়। কলম্বোয় ৩ আগস্ট থেকে দ্বিতীয় টেস্ট ও পাল্লেকেলেতে ১২ আগস্ট মাঠে গড়াবে তৃতীয় ও শেষ ম্যাচ।
টেস্টের পর পাঁচটি ওয়ানডে ও একটি টি-২০ রয়েছে। যথাক্রমে ২০, ২৪, ২৭, ৩১ আগস্ট ও ৩ সেপ্টেম্বর ওডিআই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ৬ সেপ্টেম্বর একমাত্র টি-টোয়েন্টি।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ২১ জুলাই, ২০১৭
এমআরএম