নিয়মিত বৃষ্টির ফলে ইতোমধ্যে প্লাবিত হয়েছে ফতুল্লার স্টেডিয়ামটি। জানা যায়, স্টেডিয়ামের পাঁচটি প্রবেশ পথের চারটিই পানিতে তলিয়ে গিয়েছে।
প্রস্তুতি ম্যাচের আগেই মাঠ খেলার উপযোগী করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে, বিকল্প ভেন্যুর কথাও চিন্তা করা হচ্ছে।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী এ ব্যাপারে বলেন, ‘পানি মাঠ থেকে বের করার কাজ চলছে। আমি মনে করি অস্ট্রেলিয়া আসার আগেই জলাবদ্ধতার সমস্যাটির সমাধান হবে। আমরা সাভারের বিকেএসপিকে বিকল্প ভেন্যু হিসেবে নির্ধারিত করেছি। ’
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামটির ধারণক্ষমতা পঁচিশ হাজার। এখন পর্যন্ত দুইটি টেস্ট, দশটি আন্তর্জাতিক ওয়ানডে ও চারটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখানে।
১৭ আগস্ট ঢাকায় পা রাখার কথা অস্ট্রেলিয়ার। ২৭ আগস্ট প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৪ সেপ্টেম্বর।
বাংলাদেশ সময়: ২৪ জুলাই, ২০১৭
এমএমএস