দিন তারিখ পরিবর্তনের কারণ হিসেবে তিনি জানালেন, ‘বিপিএল যে টাইমিংটায় হচ্ছে সে টাইমিংটা আসলে বিগ ব্যাশ আবার সাউথ আফ্রিকায় টি-টোয়েন্টি লিগ হচ্ছে। এটা একটা ক্ল্যাশ করছে।
সোমবার (২৪ জুলাই) বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে সংবাদ মাধ্যমকে এমন তথ্য দেন বাংলাদেশ ক্রিকেটের প্রভাবশালী এই পরিচালক। বিপিএলে সর্বোচ্চ পাঁচ, সর্বনিম্ন তিন বিদেশি
এসময় বিপিএলের অন্যান্য আনুসঙ্গিক পরিবর্তন নিয়েও কথা বলেন মল্লিক। প্রথমেই বললেন বিপিএলে অংশগ্রহণকারী দল নিয়ে, ‘গত বছর সাতটা টিম ছিল, এবার আমরা একটা টিম বাড়িয়েছি। ’ তার মানে হচ্ছে দলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮টিতে। নতুন নামে ফিরেছে সিলেট। নাম করণ করা হয়েছে সুরমা সিক্সার্স। ’
এদিকে দল বাড়ার সাথে সাথে বেড়েছে আইকন প্লেয়ারের সংখ্যাও। নতুন আইকন সিসেবে উচ্চারিত হয়েছে পেসার মোস্তাফিজুর রহমানের নাম, ‘গতবারের সাতজন আছে তার সাথে আমরা একটা প্লেয়ার অ্যাড করেছি সে হচ্ছেন মোস্তাফিজুর রহমান। ’
আর আগের ৭ আইকন হলেন; মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লা রিয়াদ, সৌম্য সরকার ও সাব্বির রহমান। বিপিএলের চতুর্থ আসরে মোস্তাফিজকে ঢাকা ডায়নামাইটস দলে ভিড়িয়েছিল। কিন্তু ইনজুরির কারণে পুরো আসরে একটি ম্যাচেও তার মাঠে নামা হয়নি।
এবারের আসরে পরিবর্তন আসছে আইকনদের দলবদলের ক্ষেত্রেও। আগের আসরে ফ্রাঞ্চাইজিরা যেখনে তাদের লটারির মাধ্যমে বেছে নিয়েছিলেন এবার তারাই নিজ নিজ দল বেছে নিতে পারবেন। ‘আইকনগুলোও একটা স্বাধীনতা পেয়েছে। আইকন করার পরিপ্রেক্ষিত যেটা ছিল, যারা কারেন্ট ন্যাশনাল টিমে ভালো পারফর্ম করছে বা রেগুলার খেলছে, তাদেরকে এই সুবিধাটা দিতে চাই। তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে। তারা ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে পারস্পারিক আলাপ-আলোচনা করে টিম সিলেক্ট করে নেবে। ’
বিপিএলের পঞ্চম আসর সামনে রেখে সেপ্টেম্বরের মাঝামাঝি অনুষ্টিত হবে প্লেয়ার ড্রাফট। যেখানে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে কমপক্ষে ১৩ জন দেশি খেলোয়াড় নিতে হবে বলে নৈতিক সিদ্ধান্তে পৌঁছেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ২৪ জুলাই ২০১৭
এইচএল/এমআরএম