আইসিসির বিচারে বিশ্ব একাদশে মিতালি ছাড়াও জায়গা করে নিয়েছেন ভারতের হারমানপ্রীত কাউর ও দীপ্তি শর্মা।
গত রোববার শেষ হয়েছে বিশ্বকাপ।
দ্বিতীয় সর্বোচ্চ রান (৪০৯) তারই। দারুণ ফর্মে থেকে হারমানপ্রীত, দীপ্তি শর্মাও মর্যাদা পেলেন বিশ্ব একাদশে জায়গা পেয়ে। এছাড়া এই তালিকায় রয়েছেন ফাইনালে ভারতের মুখ থেকে শিরোপা স্বাদ ভাগিয়ে নেওয়া ইংলিশ বোলার অ্যানা শ্রাবসোল। ফাইনালে তিনি একাই তুলে নেন ৬টি উইকেট। ভারতীয়রা ছাড়া তালিকায় চারজন ক্রিকেটার রয়েছে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড থেকে, তিন জন দক্ষিণ আফ্রিকার ও একজন অস্ট্রেলিয়া থেকে। দ্বাদশ খেলোয়াড় আবার ইংল্যান্ডেরই।
আইসিসি নারী বিশ্বকাপ একাদশ: তামসিন বিঅ্যামাউন্ট, লরা ওলভার্ট, মিতালি রাজ (অধিনায়ক), এলিয়েস পেরি, সারাহ টেইলর (উইকেরক্ষক), হারমানপ্রীত কাউর, দীপ্তি শর্মা, মারিজানে কাপ্প, ড্যান ভন নিকার্ক, অ্যানা শ্রাবসোল, অ্যালেক্স হার্টলি। নাতালিয়া স্কিভার (দ্বাদশ)।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ২৫ জুলাই, ২০১৭
এমএমএস