গম্ভীরের সমাজসেবা এবরাই প্রথম নয়। এর আগে ভারতের ছত্রিশগড়ের সুকমায় মাওবাদীদের হামলায় ২৫ জন সিআরপিএফ জওয়ান শহীদ হন।
দেশের একজনেরও পেটে যাতে ক্ষুধা না থাকে সেজন্য গৌতম গম্ভীর ফাউন্ডেশন এগিয়ে এসেছে। ‘এক আশা’ নামের এই সংস্থা এখন থেকে সারা বছর (৩৬৫ দিন) গরীবদের মুখে দু’মুঠো অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করবে। ফাউন্ডেশনে এসে ফিরে যাবে না কোনো ক্ষুধার্ত মানুষ। প্রতিদিন দুপুর ১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত দিল্লির ওয়েস্ট প্যাটেল নগরে ক্ষুধার্তদের মাঝে খাবার বিতরণ করা হবে।
গম্ভীর এক বিবৃতিতে জানান, ‘বিশ্বকাপ জিতেছি, আইপিএল জিতেছি, সময় এসেছে মানুষের হৃদয় জেতার এবং ক্ষুধাকে জয় করার। আমার হৃদয় জানাচ্ছে, হাতে একটি প্লেট তুলে নাও এবং শুধু একটিই প্রার্থনা করো “কেউই যাতে ক্ষুধার্ত না থাকে”। এক আশা ৩৬৫ দিন, ৫২ সপ্তাহ আর ১২ মাস আপনাদের জন্য খোলা থাকবে। ’
বিভিন্ন কাজে দেশের মানুষের প্রশংসা কুড়িয়েছে গম্ভীরের গড়ে তোলা সংস্থাটি। বিভিন্ন সামাজিক উৎসবে কিংবা ভারতের কোনো বিশেষ দিনে গম্ভীরের ফাউন্ডেশনের সদস্যরা বিনামূল্যে রক্ত দান করেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করা এশিয়াডে সোনা জয়ী ক্রীড়াবিদ ডিঙ্কো সিংয়ের চিকিৎসার খরচ বহন করছে গম্ভীরের ফাউন্ডেশন।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ০১ আগস্ট ২০১৭
এমআরপি