সাব্বিরের চোখে বিশ্বের সেরা কিংবদন্তিদের মধ্যে অন্যতম ভারতের সাবেক দলপতি মহেন্দ্র সিং ধোনি। নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজে সাব্বির এমনটি জানিয়েছেন।
ফেসবুকে সব সময় অ্যাকটিভ ২৫ বছর বয়সী সাব্বির ভারতের অন্যতম সফল অধিনায়ক ধোনির সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন। যেখানে ক্যাপশনে তিনি লেখেন ‘বিশ্বের সেরা কিংবদন্তি এমএস ধোনির সাথে’। সাব্বিরের তোলা সেলফিতে দু’জনকেই হাসি মুখে দেখা যায়। এই ছবি থেকেই বোঝা যায়, দুই দেশের ক্রিকেটারদের সম্পর্কে কোনো ফাটল নেই। সম্প্রতি সেরা বাঙালি পুরস্কার-২০১৭ নিতে কলকাতায় গিয়েছিলেন টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। সেখানে তিনি জানিয়েছিলেন, ‘আমাদের সাথে ভারতীয় ক্রিকেটারদের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই তো সেদিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বার্মিংহামে ম্যাচ শেষে আমরা দুই দলের ক্রিকেটাররা সেখানে আড্ডা দিয়েছিলাম। আমার দৃষ্টিতে যুবরাজ সিং খুব বন্ধুভাবাপন্ন। আমরা মাঠে যথেষ্টই স্লেজিং করি কিন্তু, আর সেটা মাঠেই সীমাবদ্ধ থাকে। আমরা কখনই স্লেজিংয়ের সীমা ছাড়িয়ে যাই না। দুই দেশের ক্রিকেটারদের মাঝে ভালো সম্পর্ক, দ্বন্দ্বটা শুধু দুই দেশের ক্রিকেটপ্রেমীদের। কোহলির সঙ্গে আমাদের রুবেল, মুশফিকদের যথেষ্টই ভালো সম্পর্ক। ’ভারতের মাটিতে একমাত্র টেস্টে রবীচন্দ্রন অশ্বিন মুশফিককে আউট করে নাম লেখান মাইলফলকের ইতিহাসে। সবচেয়ে কম ম্যাচ খেলে ২৫০ উইকেটের রেকর্ড গড়ে বলটি স্মৃতি হিসেবে নিজের কাছে রেখে দেন এই ভারতীয় স্পিনার। উইকেট নেওয়া সেই বলেই আড়ইশতম শিকারের স্বাক্ষর রেখে দিতে অশ্বিন মুশফিকের কাছে অনুরোধ করেন। হাসিমুখেই মুশফিক বলে অটোগ্রাফ দিয়েছিলেন।
টাইগারদের স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে বিভিন্ন পরামর্শ দিয়ে উৎসাহ যুগিয়েছিলেন অশ্বিন।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ০১ আগস্ট ২০১৭
এমআরপি