ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চার মাসেই ২৩টি ম্যাচ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
চার মাসেই ২৩টি ম্যাচ! ছবি: সংগৃহীত

গত চার মাসে বাংলাদেশ কতগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলেছে? একটু খেয়াল করে হাতের কড়ায় গুনে দেওয়া যাবে টাইগারদের তিন ফরমেটের ম্যাচের হিসেব। সে হিসেবে অনেক এগিয়ে পাশ্ববর্তী দেশ ভারত। আরও এগিয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া।

মাত্র ৪ মাসেই এবার ভারত খেলতে নামবে ২৩টি আন্তর্জাতিক ম্যাচ, সেটিও শুধুই দেশের মাটিতে। যা দেশটির মাটিতে এতো অল্প সময়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়তে যাচ্ছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ট্যুর অ্যান্ড ফিকচার কমিটির এক সভায় ম্যাচের সংখ্যা নিয়ে সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (০১ আগস্ট) কলকাতায় এই নিয়ে সভায় আলোচনা হয়।

সভায় ভারতের আরও দুটি স্টেডিয়ামকে আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রস্তুতের আলোচনা হয়েছে। আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রস্তুত নতুন দুটি স্টেডিয়ামের একটি হলো কেরালার ত্রিরুবনন্তপুরম, আর অন্যটি হলো আসামের বারসাপারা।

টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলিয়ে ভারতের আসন্ন ২৩টি আন্তর্জাতিক ম্যাচকে ধরা হচ্ছে রেকর্ড পরিমান ম্যাচ। আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই চার মাসে নিজেদের মাটিতেই এতোগুলো ম্যাচ খেলবে বিরাট কোহলির দল।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ভারত সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ে নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫টি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাটিতে তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি খেলবে। ব্লাকক্যাপদের বিপক্ষে ম্যাচগুলো অক্টোবরের শেষে শুরু হয়ে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ’

তিনি আরও যোগ করেন, ‘ভারতের ঘরোয়া মৌসুম শেষ হবে আগামী ডিসেম্বরে। তখন কোহলি বাহিনী শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ২৩টি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করবে স্বাগতিক ভারত। নতুন দুটি ভেন্যু আন্তর্জাতিক ম্যাচের আয়োজক হিসেবে শুধু টেস্ট ম্যাচ পাবে। তবে, আলোচনায় টি-টোয়েন্টি আর ওয়ানডে সেখানে নেওয়া যায় কি না পরে ভেবে দেখা যাবে। নিজেদের মাটিতে ২৩টি ম্যাচ খেলে এরপর দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলার জন্য উড়াল দেবে টিম ইন্ডিয়া। ’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডে খেলতে যাওয়ার পর থেকে এখনও ঠিকমতো দেশে ফেরা হয়নি টিম ইন্ডিয়ার। ইংল্যান্ড থেকে বিশ্রাম দেওয়া ক্রিকেটারদের বাইরে রেখেই ওয়েস্ট ইন্ডিজে উড়ায় দেয় দলটি। এরপর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে বর্তমানে সেখানে অবস্থান করছে সফরকারী ভারত।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ০১ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।