পুরো অর্থ ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’র ফান্ডে জমা দেওয়া হবে। জানা যায়, পাকিস্তান পেসার মোহাম্মদ আমির ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ১০ হাজার ইউরো করে দান করেছেন।
তারই অংশ হিসেবে বিরাট কোহলির জার্সিটি মহৎ উদ্দেশ্যে নিলামে বিক্রির সিদ্ধান্ত নেন আফ্রিদি। ভারতীয় অধিনায়ক কোহলির ওয়ানডে জার্সিতে দলের সব ক্রিকেটারের সই রয়েছে।
সাবেক তারকা অলরাউন্ডার আফ্রিদিকে দেওয়া জার্সিতে একটি বিশেষ বার্তা লিখে পাঠান কোহলি, ‘শহীদ ভাই, শুভকামনা। আপনার বিপক্ষে খেলাটা সবসময়ই আনন্দের’।
এই ফাউন্ডেশনের আয়োজনে লন্ডন ফান্ডরাইজিং ইভেন্টে কোহলির জার্সি ছাড়াও আরো কিছু জার্সি-সামগ্রী নিলামে তোলা হয়।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ১ আগস্ট, ২০১৭
এমআরএম