সোমবার (২১ আগস্ট) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সংবাদ মাধ্যমের সঙ্গে তার আনুষ্ঠানিক আলাপচারিতা থেকে এমন ইঙ্গিত মিললো।
সংবাদ সম্মেলেনের শুরুতেই শিষ্য অ্যাস্টন অ্যাগারকে নিয়ে রীতিমতো প্রশংসায় মেতে উঠলেন গুরু লেহম্যান, ‘অ্যাগারের লাইন, লেংথ খুবই ভালো।
এ বছরের শুরুতে ভারতের বিপক্ষে সিরিজে ১৯ উইকেট নেওয়া ও’কিফের জায়গায় এসেছেন অ্যাগার। ওই সিরিজে ও’কিফ ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় অ্যাগারের কাছে জায়গা হারিয়েছেন। তবে সাদা পোশাকে প্রায় চার বছর মাঠে নামা হয়নি এই অলরাউন্ডারের। ২০১৩ সালের অ্যাশেজের পর আর একটিও টেস্ট খেলেননি। তারপরেও তার উপর আস্থা হারাননি ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকরা। বলে রাখা ভালো ২০১৩ সালের জুলাইয়ে নটিংহ্যামে অ্যাশেজ সিরিজ দিয়ে টেস্ট ফরমেটে আন্তর্জাতিক অঙ্গনে পা রেখে রেখেছিলেন অ্যাগার। অভিষেকের পর এই পর্যন্ত মাত্র ২টি টেস্ট খেলেছেন তিনি। উইকেট সংখ্যাও আহামরি নয়, মাত্র ২টি।
মজার ব্যাপার হলো লেহম্যানের পছন্দের আরেক স্পিনার সোয়েপসন অ্যাগারের চেয়েও তরুণ এবং আন্তর্জাতিক ক্রিকেটে অনভিজ্ঞ। বাংলাদেশর বিপক্ষে প্রথম টেস্টে সেরা একাদশে জায়গা পেলে এটিই হবে তার অভিষেক টেস্ট। তথাপিও তার ওপরে কোচের অগাধ আস্থা, ‘লেগ স্পিনার হিসেবে তার ভবিষ্যত উজ্জ্বল। ঘরোয়া ক্রিকেটে তার পারফরমেন্স ছিল অসাধারণ। উইকেট বিবেচনায় সে আমাদের অন্যতম বোলার হয়ে উঠতে পারে। ’
লেগ স্পিনার মিচেল সোয়েপসনকে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের ম্যানেজমেন্ট দলে ডেকেছেন শেষ সময়ে। ১৩ সদস্যের অজি দল ঘোষণার পর লেগ স্পিনারের প্রয়োজনীতা অনুভবপূর্বক তাকে দলে ভিড়িয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ২১ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি