ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শুক্রবার থেকে জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
শুক্রবার থেকে জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ড ছবি: সংগৃহীত

চলছে জাতীয় ক্রিকেট লিগের ১৯তম আসর। জমজমাট প্রথম রাউন্ড পেরিয়ে এবার দ্বিতীয় রাউন্ডের অপেক্ষা। দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে আগামী শুক্রবার (২২ সেপ্টেম্বর) থেকে।

জাতীয় দলের তারকারা এবারের আসরে না থাকলেও প্রথম রাউন্ডে খেলেছেন মাশরাফি, নাসির হোসেন, আবদুর রাজ্জাক, অলোক কাপালি, তুষার ইমরান, রাজিন সালেহ, নাঈম ইসলাম, ধীমান ঘোষ সহ অনূর্ধ্ব-১৯ দল থেকে উঠে আসা তারকারা। গত সোমবার প্রথম রাউন্ডের খেলা শেষ হয়।

প্রথম রাউন্ডে সিলেট বিভাগকে হারিয়ে একমাত্র জয় পেয়েছে রাজশাহী বিভাগ। এছাড়া বাকি তিনটি ম্যাচই ড্র হয়।

দ্বিতীয় রাউন্ডে প্রথম স্তরে (টায়ার ওয়ান) শেখ আবু নাসের স্টেডিয়ামে স্বাগতিক খুলনা বিভাগের বিপক্ষে খেলবে বরিশাল বিভাগ। অপর ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা বিভাগের প্রতিপক্ষ রংপুর বিভাগ।

এদিকে, দ্বিতীয় স্তরে (টায়ার টু) কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে খেলবে সিলেট বিভাগ। একই স্তরের অপর ম্যাচে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রাজশাহী বিভাগ মুখোমুখি হবে চট্টগ্রাম বিভাগের।

বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।