স্টোকস বিতর্কের শেষ হয়নি। এবার ব্রিটিশ সাংবাদিক পিয়েরস মরগান জানালেন, স্টোকস মারামারিতে জড়িয়েছিলেন এক সমকামী দম্পতিকে বাঁচানোর জন্য।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মরগান জানিয়েছেন, ‘আমি শুনেছি, দু’জন সমকামী দম্পতিকে নাইট ক্লাবের বাইরে থাকা বখাটেরা বিরক্ত করছিল। বখাটেদের একজনের হাতে অস্ত্র হিসেবে বোতল ছিল। খুব কাছ থেকেই স্টোকস ব্যাপারটি লক্ষ্য করে। বখাটেদের কাছে গিয়ে বিষয়টি জানতে চাইলে তারা সমকামীদের শারীরিকভাবে লাঞ্চিত করার চেষ্টা করে। এমন অবস্থায় তাদেরকে সাহায্য করতে মারামারিতে জড়ান স্টোকস। ’
অনাকাঙ্ক্ষিত আচরণের দায়ে অতীতেও শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখীন হয়েছিলেন স্টোকস। ২০১২ সালে এক রাতে গ্রেফতার হওয়ার পর তাকে সতর্ক করে দেয় পুলিশ। পরের বছরই গভীর রাতে মদ্যপান করায় ইংল্যান্ড লায়ন্স ট্যুর থেকে তাকে দেশে ফেরত পাঠানো হয়। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তো নিজের কারণেই ছিটকে যান। লকারে ঘুষি মেরে হাতের ইনজুরির শিকার হন।
শুধু তাই নয়, বাংলাদেশ সফরে এসে তামিম ইকবালের সঙ্গে শুধু শুধুই বিবাদে জড়িয়েছিলেন। আলোচিত ঘটনার মধ্যে আছে, টেস্ট হারের পথে স্টোকসকে সাজঘরে ফেরত পাঠানোর সময় সাকিব স্যালুট ঠুঁকে দিয়েছিলেন। ভারত সফরেও তিরস্কৃত হন স্টোকস।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি