ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৭০ হাজারতম উইকেটের পাশে শফিউলের নাম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
৭০ হাজারতম উইকেটের পাশে শফিউলের নাম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে আলোচনা চলছেই। তারই মধ্যে দেশি আর আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় উঠে আসছে টেস্টে ৭০ হাজারতম উইকেটের বিষয়টি। যেটা নিয়েছেন বাংলাদেশের পেসার শফিউল ইসলাম।

শফিউল দারুণ এই মাইলফলকের পাশে নাম লিখিয়েছেন। সাদা পোশাকের ক্রিকেটে ৭০ হাজারতম উইকেটের মালিক বনেছেন এই বাংলার সন্তান! যদিও সেটা বিশ্বের সকল টেস্ট বোলারদের মিলিত চেষ্টায়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুইদিন অতিবাহিত হওয়া প্রথম টেস্টের এটাই হয়ত এখন পর্যন্ত অন্যতম আলোচনার বিষয়!

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) মধ্যাহ্ন বিরতির পর পরই উইকেট হারায় প্রোটিয়ারা। দলীয় ৪১১ রানের মাথায় ব্যক্তিগত ১৩৭ রানে আউট হয়ে ফিরে সাজঘরে ফেরেন স্বাগতিক এবং বিশ্বের অন্যতম ফর্মে থাকা ব্যাটসম্যান হাশিম আমলা। শফিউলের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে মেহেদি মিরাজের তালুবন্দি হন তিনি। তবে উইকেট শিকার করে খুব একটা উদযাপন করেননি শফিউল। তিনি হয়ত এই মাইলফলকের কথা জানতেনই না!

২৭ বছর বয়সী এই পেসার ১১ টেস্টে নিয়েছেন ১৬ উইকেট। সেরা ৩/৮৬।

১৮৭৭ সালে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচে প্রথম উইকেটটি নেন ইংল্যান্ডের অ্যালেন হিল। টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম ওভারেই তিনি অস্ট্রেলিয়ার নাট থমসনকে আউট করেন। যা ছিল টেস্ট ক্রিকেটের ইতিহাসের প্রথম উইকেট। আর শুক্রবার পচেফস্ট্রুমে আমলাকে আউট করে ৭০ হাজারতম উইকেটটি নিলেন বাংলাদেশের শফিউল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
আইএ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।