ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্পন্সররাও সরে যাচ্ছে!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
স্পন্সররাও সরে যাচ্ছে! স্পন্সররাও সরে যাচ্ছে!-ছবি:সংগৃহীত

ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসের অনাকাঙ্খিত ঘটনার জন্য তার আগামী অ্যাশেজ অনিশ্চিত হয়ে পড়েছে। পাশাপাশি তার পুরো ক্রিকেট ক্যারিয়ার শঙ্কার মুখে কিনা তাকে এটিও চিন্তা করতে হচ্ছে। ব্রিস্টলে নাইটক্লাবের বাইরে মারামারি করে এখন অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত স্টোকস।

সেদিনের সিসিটিভি ফুটেজ প্রকাশ হওয়ার পর থেকে স্টোকসের অপরাধ নিয়ে কোনো সন্দেহ নেই পুলিশ ও ইংলিশ ক্রিকেট বোর্ডের। এই ফুটেজ প্রকাশিত হওয়ার পর থেকে স্টোকস ও সেই ঘটনায় তার সঙ্গে থাকা অ্যালেক্স হেলসের জীবনে নেমে আসছে অনিশ্চয়তা।

ব্রিটিশ সংবাদমাধ্যগুলো জানাচ্ছে, তিনি এখন দলের সতীর্থদের মোবাইলে ‘ম্যাসেজ’ পাঠিয়ে ক্ষমা চাওয়া শুরু করেছেন। কিন্তু দলের সহ-অধিনায়কের মানসিক স্থিরতা নিয়ে তাদের যথেষ্ট সন্দেহ রয়েছে।

এক সিনিয়র ক্রিকেটার জানিয়েছেন, ‘সে (স্টোকস) কী করে এই অবস্থা কাটিয়ে উঠবে, সেটাই বুঝতে পারছি না। ’ 

শুধু ক্রিকেট মাঠ থেকেই যে বের করে দেওয়া হচ্ছে স্টোকসকে, তা নয়, তার স্পন্সররাও এই ঘটনার পরে মুখ ফিরিয়ে নিচ্ছে তার দিক থেকে। তার ব্যাট ও ক্রিকেট সরঞ্জাম এত দিন স্পন্সর করতো যারা, সেই সংস্থা জানিয়ে দিয়েছে, তারা আর ইংলিশ ক্রিকেট তারকার সঙ্গে বাণিজ্যিক চুক্তি রাখছে না। এই চুক্তি থেকে বছরে দু’লক্ষ পাউন্ড আয় হতো তার।

কিন্তু এই সিদ্ধান্তের পরে আশঙ্কা দেখা দিয়েছে, স্টোকসের অন্য স্পন্সররাও না একই রাস্তায় হাঁটে।  

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।