ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সীমিত ওভারে ফেরার তাড়া নেই অশ্বিনের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
সীমিত ওভারে ফেরার তাড়া নেই অশ্বিনের ছবি: সংগৃহীত

তিন ফরমেটেই এখন আর ভারতের ‘অটোমেটিক চয়েস’ নন রবিচন্দ্রন অশ্বিন। স্পিন বোলিংয়ে বিকল্প হিসেবে উঠে এসেছেন কুলদীপ যাদব, আক্সার প্যাটেল ও জুগেন্দ্র চাহালের মতো প্রতিভাবান স্পিনাররা। রবিন্দ্র জাদেজা তো আছেনই।

বিশেষ করে, সীমিত ওভারে ক্রিকেটে অশ্বিনের গুরুত্ব কতটা কমেছে তা একটি পরিসংখ্যানেই স্পষ্ট। ২০১৫ বিশ্বকাপের পর থেকে ভারতের ৪৭ ওয়ানডের মধ্যে মাত্র ১৫টিতে খেলেছেন ৩১ বছর বয়সী এ বোলিং অলরাউন্ডার।

এ সময়ের মধ্যে আক্সার প্যাটেল (২৩) ও জাদেজা (১৭) তার চেয়ে বেশি ওয়ানডে খেলেছেন।

সবশেষ শ্রীলঙ্কা সফর ও অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সীমিত ওভারের হোম সিরিজ থেকে বাদ পড়েন অশ্বিন (বিশ্রামের কথাও বলা হচ্ছে)। যেখানে রহস্যময় স্পিনার কুলদীপ ও চাহাল স্পিন বোলিং অ্যাটাকে দারুণ নৈপুণ্যে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন। এতে করে রঙিন পোশাকে একাদশে অশ্বিনের অবস্থান নড়বড়ে হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না!

যাই হোক, অশ্বিন বলছেন তিনি অত বড় কোনো ভুল করেননি যে তাকে ভারতের সীমিত ওভারের ক্রিকেটে সাইডলাইনে বসে থাকতে হবে। এ ফরমেটে দ্রুত ফিরতেও মরিয়া নন তিনি। তাড়াহুড়ো করতে চাইছেন না।

বর্তমানে তামিলনাড়ুর হয়ে রঞ্জি ট্রফিতে (প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট) খেলছেন অশ্বিন। এক সাক্ষাৎকারে জাতীয় দলে নিজের অবস্থান নিয়ে তিনি বলেন, ‘আমি মোটেও মরিয়া নই। একদিন আমার দরজায় সুযোগ আসবে কারণ আমি খুব বেশি ভুল করিনি। তাই যখন সুযোগ পাব এবং যখন সেই ‍মুহূর্তে যাব, আমার খেলার সর্বোচ্চ সামর্থ্য ঢেলে দেওয়ার চেষ্টা করবো। ’

শ্রীলঙ্কা ট্যুরের জন্য স্কোয়াড ঘোষণার সময় নির্বাচকদের চেয়ারম্যান এমএসকে প্রসাদ জোর দিয়ে বলেছিলেন, ২০১৯ বিশ্বকাপ দল নির্বাচনে ফিটনেসকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আগস্টের শেষদিকে কোচ রবি শাস্ত্রীর মুখে প্রসাদের কথাগুলো প্রতিধ্বনিত হয়। তিনি ওয়ার্ল্ডকাপে ভারতকে সেরা ‘ফিল্ডিং সাইড’ হিসেবে দেখতে চান।

ফিটনেস নিয়ে অশ্বিনের ভাষ্য, ‘যেকোনো সিস্টেমের জন্য আমি প্রস্তুত। মানিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করবো। প্রত্যেকটি লিডারের নিজস্ব লক্ষ্য থাকে কীভাবে তা টিমের মধ্যে আনা যায়। বর্তমান নেতৃত্বের এটাই (ফিটনেস) লক্ষ্য এবং এটিকে সম্মান করাটা গুরুত্বপূর্ণ। আমি আইপিএল মিস করার পর থেকে চমৎকার কন্ডিশনে আছি। পাগলের মতো ট্রেনিং করেছি। ’

গত বছর ভারতের ১৩ টেস্টের হোম সিরিজ শুরুর পর থেকে সব মিলিয়ে ১৬ টেস্টে ৯৯টি উইকেট নিয়েছেন অশ্বিন। এর মধ্যে রয়েছে আটবার পাঁচ ‍উইকেটের কীর্তি। এ বছরের শেষদিকে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টিম ইন্ডিয়া। এরপর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। যেখানে পিচগুলো স্পিনারদের জন্য কম সহায়ক হবে। অশ্বিনকেও অ্যাটাকিং থেকে সহায়ক ভূমিকায় ‍আসতে হবে।

এ ব্যাপারে অশ্বিনের অনুভূতি, ‘আমার কাছে সবকিছুই হচ্ছে ভালো বোলিং করা এবং সেরা ছন্দে থাকার চেষ্টা করা। ধারাবাহিকভাবে নিজের সেরাটা ধরে রাখা। হয়তো, বিদেশের মাটিতে আমি অ্যাটাকিং বোলারের মতো নই। আমাকে দলের জন্য ভালো সহায়ক ভূমিকায় থাকতে হবে। ’

এখন পর্যন্ত ৫২ টেস্ট, ১১১ ওয়ানডে ও ৪৬টি টি-টোয়েন্টি খেলেছেন অশ্বিন। তিন ফরমেটে তার উইকেট সংখ্যা যথাক্রমে ২৯২, ১৫০, ৫২।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ৯ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।