ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

খুলনাকে ১৩৬ রানের টার্গেট দিল সিলেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
খুলনাকে ১৩৬ রানের টার্গেট দিল সিলেট ছবি:আবু বকর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের চতুর্থ ম্যাচে আগে ব্যাট করে খুব একটা সুবিধে করতে পারেনি সিলেট সিক্সার্স। খুলনা টাইটান্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে স্বাগতিক দলটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে আগের তিন ম্যাচের মতো সূচনাটা ভালো হয়নি সিলেটের। শফিউল ইসলামের বলে ব্যক্তিগত চার রানে বিদায় নেন ওপেনার আন্দ্রে ফ্লেচার।

২৬ রান করে খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহর বলে আউট হন গত তিন ম্যাচেই হাফসেঞ্চুরির দেখা পাওয়া শ্রীলঙ্কান উপল থারাঙ্গা।

শূন্যরানে আর্চারের বলে মাহমুদউল্লাহকে ক্যাচ দিয়ে ফেরেন সাব্বির রহমান। ২৬ রান আসে আরেক লঙ্কান ধানুসকা গুনাথিলাকার ব্যাট থেকে। তিনিও মাহমুদউল্লাহর বলে আউট হন। আর ২৭ রান করে আর্চারের দ্বিতীয় শিকার হন রস উইথলি।

এক পাশে যখন আসা-যাওয়ার মিছিল অন্যপ্রান্তে তখন আগলে রেখে ব্যাট চালান সিলেট অধিনায়ক নাসির হোসেন। ৩৫ বলে পাঁচটি চারের সাহায্যে ৪৭ রানে অপরাজিত থাকেন তিনি। খুলনার হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট পান মাহমুদউল্লাহ ও আর্চার।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ০৮ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।