ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বল বিকৃতি করায় শানাকার জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
বল বিকৃতি করায় শানাকার জরিমানা ছবি:সংগৃহীত

বল বিকৃতি করায় ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে শ্রীলঙ্কান পেসার দাসুন শানাকার। ভারতের বিপক্ষে নাগপুরে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন এই অপরাধ করেন তিনি। সেই সঙ্গে আইসিসির ২.২.৯ নিয়ম ভাঙায় তার নামের পাশে তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ হলো।

আগামী ২৪ মাসে শানাকার নামের পাশে আরও একটি ডিমেরিট পয়েন্ট যোগ হলে, তিনি একটি টেস্ট অথবা দুটি ওয়ানডে কিংবা দুটি টি-টোয়েন্টিতে বাদ পড়বেন। যে ম্যাচগুলো আগে আসবে সেগুলোতেই খেলতে পারবেন না তিনি।

ভারতীয় ব্যাটিংয়ের ৫০তম ওভারের সময় টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে, শানাকা বলের সিম পরিবর্তন করছেন।

শানাকার ব্যাপারে ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে অভিযোগ করেন ম্যাচের মাঠের আম্পায়ার জোয়েল উইলসন ও রিচার্ড কেটেলবার্গ, তৃতীয় ও চতুর্থ আম্পায়ার নাইজেল লং ও চেতিহদি শামসুদ্দিন। তবে নিজের অপরাধ মেনে নেওয়ায় শানাকার কোনো শুনানির দরকার হয়নি।

বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, ২৬ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।