ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিলেটে পাকিস্তানি পেসার তানভির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
সিলেটে পাকিস্তানি পেসার তানভির ছবি:সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে নাম লিখিয়েছে সিলেট সিক্সার্স। শুরুতেই ঘরের মাঠে টানা তিন ম্যাচ জিতে চমক দেখায় নাসির হোসেনের নেতৃত্বে দলটি। কিন্তু এরপরই যেন খেই হারিয়ে ফেলে সিলেট। এখন পর্যন্ত টানা হারের বৃত্তে রয়েছে তারা।

অবশ্য জয়ে ফিরতে মরিয়া সিলেট। এর জন্য দলে ভালোমানের ক্রিকেটার ভেড়াতে যাচ্ছে তারা।

এরই ধারাবাহিকতায় এবার উড়িয়ে এনেছে বিশ্বব্যাপী টি-টোয়েন্টি খেলা পাকিস্তানি ফাস্ট বোলার সোহেল তানভিরকে।

সিলেট দলের সঙ্গে ইতোমধ্যে এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন তানভির। এর আগে দলটি পরামর্শক হিসেবে পাকিস্তানি সাবেক ফাস্ট বোলার ওয়াকার ইউনিসকে এনেছে। ভাবা হচ্ছে তিনিই তানভিরকে দলে এনেছেন।

তানভির এর আগে বিপিএলের পুরোনো ফ্র্যাঞ্চাইজি সিলেট রয়েলসের হয়ে খেলেছিলেন।

বিপিএলের পয়েন্ট টেবিলে সিলেটের বর্তমান অবস্থান পাঁচ। ৯ ম্যাচ খেলে তিন জয় ও পাঁচ পরাজয় নিয়ে (বৃষ্টির কারণে এক ম্যাচ পরিত্যক্ত) সাত পয়েন্ট সংগ্রহ করেছে দলটি।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ২৬ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।