বিসিএলের তৃতীয় রাউন্ডের ম্যাচে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের দুই ওপেনার মেহেদি মারুফ ও তাসামুল হককে আউট করতে বোলিং করেছেন ১১ জনই। বাদ যাননি উইকেটরক্ষক ইরফান শুক্কুরও।
কিন্তু বিধি বাম। তবুও সাফল্য পাননি তারা। দিন শেষে মারুফের ১১২ ও তাসামুলের অপরাজিত ১০৮ রানে ম্যাচটি ড্র হয়েছে।
মধ্যাঞ্চলের হয়ে আবু হায়দার রনি ৪ ওভার, তাসকিন আহমেদ ৫, শুভাগত হোম ১, রবিউর ইসলাম ৩, মোশাররফ হোনে রুবেল ১২, ইরফান শুক্কুর ৩, রকিবুল হাসান ৪, মেহরাবন হোসেন জুনিয়র ৫ ও সাদমান ইসলাম অনিক ২ ওভার বল করেছেন।
প্রথম ইনিংসে পূর্বাঞ্চলের ৭৩৫ রানের বড় সংগ্রহের জবাবে ব্যাটিংয়ে নামা মধ্যাঞ্চল তৃতীয় দিনের সংগ্রহ ৭ উইকেটে ৩৫২ রান নিয়ে চতুর্থ দিনে ৪২৮ রানে অলআউট হলেও ফলোঅন করায়নি।
পূর্বাঞ্চলের হয়ে সোহাগ গাজী ৭টি, এনামুল হক জুনিয়র ২টি ও খালেদ আহমেদ নিয়েছেন ১টি উইকেট।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস