ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আগে বাকি ৩২৬ রান করি…

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
আগে বাকি ৩২৬ রান করি… ছবি: সোহেল সরওয়ার - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: এখনও ৩২৬ রানে পিছিয়ে থাকলেও দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে রয়েছে শ্রীলংকাও। শূন্য রানে উইকেট হারানো লঙ্কানরা আর কোনো বিপদ ছাড়াই তুলে নিয়েছে ১৮৭ রান। তবে এখনি খুশিতে গদগদ করতে চাইছেন না দলের অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ।

তার বক্তব্য, আগে বাংলাদেশের ইনিংসের সমান রান করি। তারপর বাকি কথা।

প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন হেরাথ।

ব্যাটিংবান্ধব উইকেট: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটকে এখন পর্যন্ত ব্যাটিংবান্ধব উইকেট বলে মন্তব্য করেছেন হেরাথ। তিনি বলেন, ‘তারা (বাংলাদেশ) ৫০০ এর উপর রান করেছে, আমরা এখন পর্যন্ত এক উইকেট হারিয়ে ১৮০ (১৮৭)।

আগে বাকি ৩২৬ করি: এখনি এই টেস্টে কি হবে তা নিয়ে মন্তব্য করতে নারাজ হেরাথ, ‘প্রথমে আমাদের লক্ষ্য বাকি ৩০০ রান (৩২৬) রান তোলা। তারপর আমরা চিন্তা করবো কি করা যায়। ’

স্পেশাল ইনিংস: মুমিনুল হকের ১৭৬ রানকে স্পেশাল ইনিংস বলেছেন রঙ্গনা হেরাথ, দ্বিতীয় দিনের শুরুতেই মুমিনুলকে ফেরাতে পারলেও ততক্ষণে মুমিনুল তুলে নিয়েছেন ১৭৬ রান। আগেরদিন তার ওপর দিয়েও গেছে মুমিনুল ঝড়। তাই স্বাভাবিকভাবেই জানেন কতটা দূরন্ত ছিল মুমিনুলের ইনিংস। বিপক্ষের বাঁহাতির প্রশংসা করতে না ভোলা হেরাথ বলেন, ‘এটা অসাধারণ ইনিংস। এটা বড় অর্জন। তার পাশাপাশি মুশফিক ও মাহমুদউল্লাহও দুর্দান্ত ব্যাটিং করেছেন। এখন পর্যন্ত এটি খুবই ভালো ব্যাটিং উইকেট। ’

তৃতীয় দিন থেকে বল ঘুরবে: তৃতীয় দিন থেকে বল বেশি করে স্পিন করবে মন্তব্য করে রঙ্গনা হেরাথ বলেন, ‘প্রথম দিন তেমন টার্ন ছিল না। কিন্তু দ্বিতীয় দিনের চা বিরতির পর থেকে কিছুটা স্পিন পাওয়া যাচ্ছে। তাই আশা করা যায় তৃতীয় দিন থেকে স্পিনারদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ’

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
টিএইচ/টিসি/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।