তবে সীমিত ওভারের এই সিরিজটি বাংলাদেশের মাটিতে নয়, অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের দেরাদুনে। যেখানে জুনের প্রথম সপ্তাহেই তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে পাওয়া প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি নির্ভরযোগ্য সূত্র। তিনি বাংলানিউজকে জানান, সিরিজ খেলতে বিসিবি রাজি হয়েছে। তবে এখনও সূচি নিশ্চিত হয়নি।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের পরই ১৪ জুন নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট খেলতে মাঠে নামবে আফগানরা। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্ট খেলবে নবী-রশিদরা।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ২১ মার্চ, ২০১৮
এমএমএস/এইচএল