বিসিবি সূত্রে জানা গেছে, টেস্ট সিরিজ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) আগ্রহ কম। দু’টি টেস্ট খেলতে সময় লাগে ১০ দিন।
আগস্টে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা। টেস্টের পরিবর্তে সীমিত ওভারের সিরিজ হবে কিনা সেটিই এখন দেখার বিষয়! তার আগে জুন বা জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজে যেতে পারে টাইগাররা। এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি।
অস্ট্রেলিয়া মিশন শেষে সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়া কাপ। বছরের শেষদিকে নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশে আসতে পারে ক্যারিবীয়রা।
এদিকে, ত্রিদেশীয় নিদাহাস ট্রফির রানার্সআপ বাংলাদেশের পরবর্তী অ্যাসাইনমেন্ট হতে পারে আফগানিস্তান। মে-জুনে আইসিসির ফিউচার ট্যুর প্ল্যানে (এফটিপি) কোনো ম্যাচ নেই টাইগারদের। এ সময়টায় আফগানদের পক্ষ থেকে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব পাঠানোর কথা শোনা যাচ্ছে। বিসিবিও নাকি তাতে রাজি। আফগানদের বিপক্ষে ওয়ানেডে সিরিজ খেলবে বাংলাদেশ
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ২২ মার্চ, ২০১৮
এইচএল/এমআরএম