আগের দিন ৯১ রানে অপরাজিত থাকা অধিনায়ক উইলিয়ামসন দ্বিতীয় দিন ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি উদযাপন করেন। তিনি অবশ্য দেশটির কিংবদন্তি মার্টিন ক্রো ও বর্তমান সতীর্থ রস টেইলরের সঙ্গে সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসিয়েছেন।
শেষ পর্যন্ত ২২০ বলে ১১টি চার ও একটি ছক্কায় ১০২ করে জেমস অ্যান্ডারসনের বলে এলবি হন। দিন শেষে হেনরি নিকোলস ৪৯ ও বিজে ওয়াটলিং ১৭ রানে অপরাজিত রয়েছেন। যেখানে তিনবার বৃষ্টির বাগড়ার কারণে ৪ উইকেট হারিয়ে ২২৯ রান করে কিউইরা। তবে ইতোমধ্যে ১৭১ রানের লিড নিয়েছে স্বাগতিকরা।
এর আগে প্রথম দিন ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির ভয়ঙ্কর বোলিয়ে মাত্র ৫৮ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যায় ইংল্যান্ড। বোল্ট ক্যারিয়ার সেরা বল করে ৬টি উইকেট তুলে নেন।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ২৩ মার্চ, ২০১৮
এমএমএস