শনিবার (৩১ মার্চ) সংবাদ মাধ্যমকে এ তথ্য দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।
দেবাশীষ বলেন, ‘প্রথমত ওকে বিশ্রাম দিয়ে দেব।
চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে ‘কনজারভেটিব’ প্রক্রিয়া বলে। যেহেতু ব্যথার মাত্রা কম এবং খেলার কোনো তাড়া নেই, সেহেতু এই পথেই নিরাপদ মনে করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ। ‘ছোট ছোট কয়েকটা অঘাত আছে। কোনটাই তেমন বড় আঘাত নয়, যে এই মুহূর্তে আমাদের বড় সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু আঘাতের মাত্রাটা কম সেহেতু আমাদের সিদ্ধান্ত হচ্ছে কনজারভেটিব ওয়েতে আগানো। আমরা যদি এরকম ৪-৬ সপ্তাহ করতে পারি ও ব্যথামুক্ত হয়ে যাবে। ’
উল্লেখ্য, সদ্য সমাপ্ত পিএসএলে পেশোয়ার জালমির হয়ে এলিমিনেটর ম্যাচে হাঁটুতে ব্যথা অনুভব করলে ম্যাচ শেষে পাকিস্তান থেকে ব্যাংককের বিমান ধরেন তামিম। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হলে তিনি তার হাঁটুতে স্ক্যানের নির্দেশ দেন। স্ক্যান রিপোর্ট দেখে তিনি জানান হাঁটুর যে অবস্থা তাতে তাকে নুন্যতম ৪-৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
গেল ২৫ মার্চ তিনি ব্যাংকক থেকে দেশে ফেরার আগে ২২ মার্চ দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, পিএসএল নয় নিদাহাস ট্রফিতেই অজি শল্যবিদ ডেভিড ইয়াং তার যে হাঁটুতে অস্ত্রপচার করেছিলেন সেখানে ব্যথা অনুভব করছিলেন তামিম।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ৩১ মার্চ, ২০১৮
এইচএল/এমএমএস