তবে বেশ ভালই লড়েছিলেন দুই ব্যাটসম্যান রিসবাহ প্যান্ট ও বিজয় শংকর। রিসবাহ প্যান্টের ৪৫ বলে ৭৯ ও বিজয় শংকরের ৩০ বলে অপরাজিত ৫৪ রানে ৫ উইকেটে ১৯৮ রান সংগ্রহ করেছে দিল্লি।
লক্ষ্যটা ২১২ রানের হওয়ায় শুরু থেকেই হাঁকাতে চেয়েছে দিল্লির টপ অর্ডারের ব্যাটসম্যানরা। খেসারতও দিতে হয়েছে তদুনুরুপ। দলীয় ৭৪ রানে হারিয়েছে ৪ উইকেট।
বিজয় শংকর ও রিসবাহ প্যান্টের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়তে সক্ষম হলেও কাজের কাজ হলো না স্কোর লাইনটা সমৃদ্ধ হলো এই যা। ৫ উইকেটের বিনিময়ে এলো ১৯৮ রান।
চেন্নাইয়ের হয়ে বল হাতে কেএম আসিফ ২টি, লুঙ্গি এনগিদি ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট নিয়েছেন।
সোমবার (৩০ এপ্রিল) পুনেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনার শেন ওয়াটসনের ৪০ বলে ৭৮ ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ২২ বলে ৫১ রানের টর্নেডো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় চেন্নাই সুপার কিংস। দলের হয়ে আম্বাতি রাইডু ২৪ বলে ৪১ ও ফাফ ডুপ্লেসি খেলেছেন ৩৩ বলে ৩৩ রানের ইনিংস। দিল্লির হয়ে বল হাতে বিজয় শংকর, অমিত মিশরা ও গ্লেন ম্যাক্সওয়েল একটি করে উইকেট নিয়েছেন।
বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, মে ১, ২০১৮
এইচএল