ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রানের চাপেই হেরে গেল দিল্লি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
রানের চাপেই হেরে গেল দিল্লি ফাইল ফটো

ঢাকা: ওয়াটসন, ধোনির বিস্ফোরক ব্যাটে চেন্নাইয়ে করা ২১১ রানের সংগ্রহটা দিল্লির বাড়তি চাপের কারণ হয়ে  দাঁড়িয়েছিল। যা সামলাতে না পেরে দলটিকে ১৩ রানের হারে মাঠ ছাড়তে হয়েছে।

তবে বেশ ভালই লড়েছিলেন দুই ব্যাটসম্যান রিসবাহ প্যান্ট ও বিজয় শংকর। রিসবাহ প্যান্টের ৪৫ বলে ৭৯ ও বিজয় শংকরের ৩০ বলে অপরাজিত ৫৪ রানে ৫ উইকেটে ১৯৮ রান সংগ্রহ করেছে দিল্লি।

লক্ষ্যটা ২১২ রানের হওয়ায় শুরু থেকেই হাঁকাতে চেয়েছে দিল্লির টপ অর্ডারের ব্যাটসম্যানরা। খেসারতও দিতে হয়েছে তদুনুরুপ। দলীয় ৭৪ রানে হারিয়েছে ৪ উইকেট।

বিজয় শংকর ও রিসবাহ প্যান্টের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়তে সক্ষম হলেও কাজের কাজ হলো না স্কোর লাইনটা সমৃদ্ধ হলো এই যা। ৫ উইকেটের বিনিময়ে এলো ১৯৮ রান।  

চেন্নাইয়ের হয়ে বল হাতে কেএম আসিফ ২টি, লুঙ্গি এনগিদি ও  রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট নিয়েছেন।

সোমবার (৩০ এপ্রিল) পুনেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনার শেন ওয়াটসনের ৪০ বলে ৭৮ ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ২২ বলে ৫১ রানের টর্নেডো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় চেন্নাই সুপার কিংস।  দলের হয়ে আম্বাতি রাইডু ২৪ বলে ৪১ ও ফাফ ডুপ্লেসি খেলেছেন ৩৩ বলে ৩৩  রানের ইনিংস। দিল্লির হয়ে বল হাতে বিজয় শংকর, অমিত মিশরা ও গ্লেন ম্যাক্সওয়েল একটি করে উইকেট নিয়েছেন।
   
বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, মে ১, ২০১৮
এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।